UsharAlo logo
শুক্রবার, ২৫শে এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ | ১২ই বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ

যেকোনো পরিস্থিতিতে বাংলাদেশের পাশে থাকবে ভারত: জয়শঙ্কর

ঊষার আলো
মার্চ ৪, ২০২১ ৪:৫৩ অপরাহ্ণ
Link Copied!

ঊষার আলো ডেস্ক : বাংলাদেশের পাশে যেকোনো পরিস্থিতিতে থাকবে ভারত জানিয়ে দেশটির পররাষ্ট্রমন্ত্রী ড. এস জয়শঙ্কর বলেন, বাংলাদেশ এবং ভারতের মধ্যে এমন কোনো ইস্যেই নেই যে আলোচনা হতে পারে না। দু দেশের মধ্যে যেকোনো ইস্যুতেই আলোচনা হতে পারে। আমাদের মধ্যেকার সব সমস্যা এবং সম্ভাবনা নিয়ে আলোচনা হতে পারে।

আজ বৃহস্পতিবার (৪ র্মাচ) রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেনের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের এক ব্রিফিংয়ে এ কথা জানান তিনি। জয়শঙ্কর জানান, বাংলাদেশের স্বাধীনতার সুবর্ণজয়ন্তীতে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ঢাকা আসছেন। করোনাভাইরাসের পরবর্তী সময়ে নরেন্দ্র মোদীর এটাই প্রথম বিদেশ সফর।

বৃহস্পতিবার সকালে একদিনের জন্য সংক্ষিপ্ত এক সফরে ঢাকায় আসেন ভারতের পররাষ্ট্রমন্ত্রী। সকালে বিশেষ ফ্লাইটে দিল্লি হতে ঢাকায় পৌঁছান জয়শঙ্কর। তিনি বঙ্গবন্ধু এয়ারবেজে পৌঁছালে তাকে স্বাগত জানান পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন। এ দিন বেলা ৩টার সময়  প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে বৈঠক করবেন ভারতের পররাষ্ট্রমন্ত্রী।

(ঊষার আলো-এফএসপি)