UsharAlo logo
শুক্রবার, ৪ঠা জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ | ২০শে আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ

যেসব এলাকায় গ্যাস থাকবে না আজ

ঊষার আলো
মে ১৪, ২০২২ ১১:৩৫ পূর্বাহ্ণ
Link Copied!

ঊষার আলো রিপোর্ট :গ্যাস পাই-পলাইনের জরুরি মেরামতকাজের জন্য আজ শনিবার নারায়ণগঞ্জ ও মুন্সীগঞ্জের কয়েকটি এলাকায় ১৩ ঘণ্টা গ্যাস সরবরাহ বন্ধ থাকবে। গতকাল শুক্রবার তিতাস গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন কম্পানি লিমিটেড এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, গ্যাস পাইপলাইনের জরুরি মেরামতকাজের জন্য শনিবার সকাল ৯টা থেকে রাত ১০টা পর্যন্ত নারায়ণগঞ্জের পঞ্চবটি হতে মুন্সীগঞ্জের মুক্তারপুর পর্যন্ত সব এলাকায় গ্যাস সরবরাহ বন্ধ থাকবে।এ ছাড়াও মুন্সীগঞ্জ এলাকায় গ্যাস বন্ধ অথবা গ্যাসের চাপ কম থাকতে পারে।তিতাস গ্যাস কর্তৃপক্ষ গ্রাহকদের সাময়িক অসুবিধার জন্য দুঃখ প্রকাশ করেছে।

ঊষার আলো-এসএ