UsharAlo logo
সোমবার, ১৩ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ | ২৯শে পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ

যে কারণে ৪ বছর নিষিদ্ধ ওয়েস্ট ইন্ডিজের জন ক্যাম্পবেল

pial
অক্টোবর ৮, ২০২২ ৩:৩৫ অপরাহ্ণ
Link Copied!

ঊষার আলো ডেস্ক : ৪ বছরের জন্য নিষিদ্ধ হলেন ওয়েস্ট ইন্ডিজের ব্যাটসম্যান জন ক্যাম্পবেল। গত এপ্রিলে নিজ শহর কিংস্টনে ডোপিং টেস্টের জন্য রক্ত দিতে অস্বীকৃতি জানানোয় তাকে জ্যামাইকান অ্যান্টি ডোপিং কমিশন (জেএডিসিও) এ নিষেধাজ্ঞা দেয়।

রক্ত দিতে অস্বীকৃতি জানানোর ঘটনায় একটি ৩ সদস্যের স্বাধীন প্যানেল গঠন করা হয়। শুক্রবার ওই প্যানেল ১৮ পৃষ্ঠার একটি প্রতিবেদন দাখিল করে, সেখানে তারা উল্লেখ করে ক্যাম্পবেল ডোপিং পরীক্ষার জন্য রক্ত দিতে অস্বীকৃতি জানান, যেটি অ্যান্টি ডোপিং আইনের লঙ্ঘন। এ কারণেই তাকে ৪ বছরের জন্য নিষেধাজ্ঞা দেওয়া হয়। তার এ নিষেধাজ্ঞা ৪ মে, ২০২২ থেকে কার্যকর হবে।

ক্যাম্পবেল ওয়েস্ট ইন্ডিজের হয়ে ২০টি টেস্ট, ছয়টি ওয়ানডে এবং দুটি টি-টোয়েন্টি ম্যাচ খেলেছেন। সূত্র: স্পোর্টস্টার

(ঊষার আলো-এফএসপি)