UsharAlo logo
শনিবার, ১১ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ | ২৭শে পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ

যে চার লক্ষণ থেকে বুঝবেন রক্তচাপ বাড়ছে!

usharalodesk
অক্টোবর ১৮, ২০২১ ৫:৪৮ অপরাহ্ণ
Link Copied!

ঊষার আলো ডেস্ক : বেশির ভাগ ক্ষেত্রে হৃদরোগের কারণ উচ্চ রক্তচাপ। অথচ হৃদরোগে আক্রান্ত হলে যত গুরুত্ব দিয়ে চিকিৎসা করা হয় রক্তচাপের চিকিৎসা কিন্তু তা পায় না।

চিকিৎসকরা বলেন, উচ্চ রক্তচাপ হল নীরব ঘাতক। কখন যে বিপদ নিয়ে আসবে তার নাগাল পাওয়া দুষ্কর। কাজে সতর্ক হওয়া দরকার। সতর্কতা পারে উচ্চ রক্তচাপের সমস্যাকে নিয়ন্ত্রণে রাখতে।

চিকিৎসকরা বলেন, উচ্চ রক্তচাপের নির্দিষ্ট কোনও উপসর্গ নেই। আলাদাভাবে এটা বলা যায় না। তবে ঝুঁকি এড়াতে পারে সচেতনতা। কাজে তারপরও তিনটি সংকেত বলে দিতে পারে বিপদ খুব কাছেই।

১. বমি বমি ভাব বা বমি হওয়া: যদি দেখেন কোনো কারণ ছাড়া বমি বমি ভাব বা বমি হচ্ছে তবে সময় চিকিৎসকের পরার্মশ নেওয়া।

৩. মাথা যন্ত্রণা: বিশেষজ্ঞরা বলেন রক্তচাপ ১২০/৮০ থাকা স্বাভাবিক। কিন্তু রক্তচাপ যদি ১৮০/১২০ হয় তবে মাথায় যন্ত্রণা হবে।

২. নাক থেকে রক্তপড়া: উচ্চ রক্তচাপে নাক থেকে রক্ত পড়তেও পারে বলে জানান বিশেষজ্ঞরা। সেক্ষেত্রে দেরি না করে চিকিৎসকের পরামর্শ নেওয়া উচিত।

৪. শ্বাসকষ্ট: উচ্চ রক্তচাপের সমস্যায় হাঁটার সময় কিংবা ভারী জিনিস তুলতে গেলে বা সিঁড়ি দিয়ে ওঠা নামার সময়ে শ্বাসকষ্ট হতে পারে। কাজে সেক্ষেত্রেও সতর্ক হওয়া দরকার।

(ঊষার আলো-এফএসপি)