UsharAlo logo
শনিবার, ১১ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ | ২৭শে পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ
আজকের সর্বশেষ সবখবর

যে পাচঁ লক্ষণ বুঝিয়ে দেবে ত্বকের আর্দ্রতা কমছে কি না

pial
আগস্ট ২৫, ২০২২ ৪:২৭ অপরাহ্ণ
Link Copied!

ঊষার আলো ডেস্ক : অনেকেই ধারণা করেন যে, মৌসুম ভেদে ত্বকের সমস্যার পার্থক্য দেখা যায়। ত্বক বিশেষজ্ঞরা অবশ্য এর সাথে একমত নন। ত্বকে যদি কোনো সমস্যা থেকে থাকে, তা সব সময়েই থাকে। কোনো কোনো মৌসুমে তা মাথাচাড়া দিয়ে ওঠে।

যেমন ত্বকের আর্দ্রতা হ্রাস পাওয়া। গ্রীষ্মে এ সমস্যা বেশি দেখা গেলেও, বর্ষাতেও কিন্তু শুকিয়ে যেতে পারে ত্বক। সূর্যের ক্ষতিকর অতি বেগুনি রশ্মি ত্বকের উপর ক্ষতিকর এক প্রভাব ফেলে। ত্বক তার আর্দ্রতা হারাতে শুরু করে। এছাড়া এখন অফিস যাওয়া-আসাও শুরু হয়েছে। কাজে দীর্ঘ ক্ষণ বাতানুকূল পরিবেশে কাটাতে হয়। আর পর্যাপ্ত আর্দ্রতার অভাবে ত্বকে অল্প বয়সেই চলে আসছে বলিরেখা।

যেভাবে বুঝবেন আপনার ত্বক আর্দ্রতা হারাচ্ছে:

১) ত্বক অতিমাত্রায় স্পর্শকাতর হয়ে যাওয়া, ত্বকে লালচে ভাব ও মেছতার উপদ্রব।

২) ত্বকে র‌্যাশ, চুলকানি ও ব্রণ হওয়া।

৩) আর্দ্রতাহীন ত্বক অতিমাত্রায় শুষ্ক হয়ে পড়ে ফলে শুষ্ক ত্বকে বিভিন্ন রকম লালচে দাগ ছোপ আসা।

৪) বলিরেখা, ও চোখের তলায় কালি পড়ে যাওয়া।

৫) ত্বকের ঔজ্জ্বল্য হ্রাস পাওয়া এবং ত্বক ক্রমশ নিস্তেজ হয়ে পড়া।

সূত্র: আনন্দবাজার পত্রিকা

(ঊষার আলো-এফএসপি)