UsharAlo logo
মঙ্গলবার, ১লা জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ | ১৭ই আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ

যোগীপোল ইউপি নির্বাচনে ফয়সালের প্রার্থীতা প্রত্যাহার

ঊষার আলো
জুন ৬, ২০২১ ৯:৪১ অপরাহ্ণ
Link Copied!

ঊষার আলো রিপোর্ট : আসন্ন ইউপি নির্বাচনে যোগীপোল ইউনিয়নে চেয়ারম্যান পদে নৌকার প্রার্থী আনিছুর রহমানকে সমর্থন জানিয়ে নিজের প্রার্থীতা প্রত্যাহার করেছেন যুবলীগ নেতা মো. ফয়সাল হোসেন। নিজের ভুল স্বীকার করে দলের প্রতি আনুগত্য এবং প্রধানমন্ত্রী দেশরত্ন জননেত্রী শেখ হাসিনা’র সিদ্ধান্তের প্রতি সম্মান জানিয়ে নৌকা প্রতীকের প্রার্থী শেখ আনিছুর রহমানের পক্ষে সমর্থন জানিয়ে রবিবার (৬ জুন) থানা আওয়ামী লীগ ও মহানগর আওয়ামী লীগের বরাবরে দেয়া এক আবেদনে এ সমর্থন জানান।
তিনি আবেদনে উল্লেখ করেন, “মনোনয়নপত্রের অঙ্গিকার এবং আওয়ামী লীগের গঠণতন্ত্রের ৪৭ অনুচ্ছেদের ১১ ধারার প্রতি শ্রদ্ধা রেখে প্রধানমন্ত্রী শেখ হাসিনা মনোনীত নৌকা প্রতীকের প্রার্থী শেখ আনিছুর রহমানের পক্ষে সমর্থন দিয়ে আমি চেয়ারম্যান পদ থেকে আমার প্রার্থীতা প্রত্যাহার করে নিচ্ছি। আমি আমার সমর্থকদের সাথে নিয়ে নৌকার প্রার্থী আনিছুর রহমানকে বিজয়ের লক্ষে নির্বাচনী কাজ করবো। অসুস্থতা ও অজ্ঞতার কারণে সময়মত প্রার্থীতা প্রত্যাহার করতে না পারায় দলের নেতৃবৃন্দের কাছে ক্ষমা প্রার্থনা করছি। ভবিষ্যতে সংগঠনের সিদ্ধান্তের বিরুদ্ধে আমি এ ধরনের কোন কর্মকাণ্ডে জাড়িত হবো না।” তিনি তার সমর্থিত ভোটার ও শুভানুধ্যায়ীদের নৌকার প্রার্থী আনিছুর রহমানের পক্ষে কাজ করার জন্য অনুরোধ জানিয়েছেন বলে দলীয় সূত্র জানিয়েছেন।

(ঊষার আলো-এমএনএস)