UsharAlo logo
বৃহস্পতিবার, ১৬ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ | ২রা মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ

রফিকুল ইসলাম মাদানীকে কাশিমপুর কেন্দ্রীয় কারাগারে স্থানান্তর

ঊষার আলো
এপ্রিল ১০, ২০২১ ৪:৫৫ অপরাহ্ণ
Link Copied!

ঊষার আলো ডেস্ক : ‘শিশু বক্তা’ হিসেবে পরিচিতি পাওয়া রফিকুল ইসলাম মাদানীকে গাজীপুর জেলা করাগার থেকে কাশিমপুর কেন্দ্রীয় কারাগার-২ এ স্থানান্তর করা হয়েছে। আজ শনিবার (১০ এপ্রিল) সকাল সোয়া ৯টার সময় র‍্যাব-পুলিশের কড়া প্রহরায় তাকে স্থানান্তর করা হয়।

এই তথ্য গণমাধ্যমকে নিশ্চিত করেন, গাজীপুর জেলা কারাগারের সুপার বজলুর রশিদ আখন্দ। কারাগার সূত্রে জানা যায়, রফিকুল ইসলাম সকাল ১০টার সময় কাশিমপুর কেন্দ্রীয় কারাগারে পৌঁছান।

গত বৃহস্পতিবার (৮ এপ্রিল) সকালে গাজীপুর সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মো. শরিফুল ইসলামের আদালতে হাজির করা হয় তাকে। তখন আদালত শুনানি শেষে তাকে কারাগারে পাঠানোর আদেশ দেওয়া হয়।

রাষ্ট্রবিরোধী, উসকানিমূলক এবং ঔদ্ধত্যপূর্ণ বক্তব্য ও বিশৃঙ্খলা সৃষ্টির অভিযোগে রফিকুল ইসলামের বিরুদ্ধে গত ৮ এপ্রিল র‍্যাব বাদী হয়ে ডিজিটাল নিরাপত্তা আইনে গাজীপুরের গাছা থানায় মামলা করে। তার নামে পরে ঢাকায় আরও একটি মামলা করা হয়।

আগের দিন ৭ এপ্রিল ভোর বেলা রফিকুল ইসলামের গ্রামের বাড়ি নেত্রকোনার পূর্বধলা উপজেলার লেটিরকান্দা থেকে তাকে আটক করে র‌্যাব।

(ঊষার আলো-এফএসপি)