UsharAlo logo
রবিবার, ১৩ই জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ | ২৯শে আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ

রবীন্দ্রনাথের আঁকা ছবির দাম উঠল ৫ লাখ পাউন্ড

ঊষার আলো
সেপ্টেম্বর ২৩, ২০২১ ২:২১ অপরাহ্ণ
Link Copied!

ঊষার আলো ডেস্ক : বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের আঁকা একটি ছবি নিলাম করেছে নিলাম সংস্থা ক্রিস্টিজ। নিলাম সংস্থার কমিশনসহ ৫ লাখ পাউন্ডে বিক্রি হয়েছে ছবিটি। নামহীন এই ছবিটিকে ক্রিস্টিজের সাইটে ‘যুগল’ নামে উল্লেখ করা হয়েছে। তবে কে কিনেছে তা অবশ্য জানানো হয়নি।

নিলাম সংস্থা সূত্রে এর আগে জানানো হয়েছিল যে, ২২.৮ ইঞ্চি লম্বা ও ২০ ইঞ্চি চওড়া এই ছবিটি নোবেলজয়ী সাহিত্যিক রবীন্দ্রনাথের আঁকা বেশির ভাগ ছবির থেকে আয়তনে কিছুটা বড়।

১৯৩০ কিংবা তার অল্প কিছু দিন আগে এই ছবিটি এঁকেছিলেন বিশ্বকবি। ১৯৩০ সালে ইউরোপ ভ্রমণকালে বেশ কয়েকটি নিজের আঁকা ছবি সাথে করে এনেছিলেন রবীন্দ্রনাথ। প্যারিসের ‘গালেরি পিগাল’-এ সেগুলির প্রদর্শনী হয়েছিল।

রবীন্দ্রনাথের কাছ হতেই ছবিটি কিনেছিলেন জার্মান দম্পতি ফ্রিডরিখ ও এডিথ অন্দ্রে। তাদের উত্তরসূরিরেই ছবিটিকে নিলাম সংস্থাকে দেন। ক্রিস্টিজ নিউ ইয়র্ক শাখার ‘সাউথ এশিয়ান মডার্ন অ্যান্ড কন্টেম্পোরারি আর্ট’- এই বিভাগের সাম্প্রতিকতম নিলামে রাখা হয়েছিল এ ছবিটিকে।

(ঊষার আলো-এফএসপি)