ঊষার আলো রিপোর্ট : জামালপুর পৌর শহরের রশিদপুর গ্রামে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণের আগুনে দগ্ধ মো. ইকরামুল হোসেন নামে (৩২) মৃত্যু হয়েছে। এর আগে গত ২১ মার্চ সকালে গ্যাস সিলিন্ডারে লাগা আগুনে পুড়ে তার স্ত্রীরও মৃত্যু হয়েছিল।
শরীরের ৮০ ভাগ দগ্ধ অবস্থায় স্বামী ইকরামুলকে প্রথমে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে এবং পরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে ভর্তি করা হয়েছিল। পরে চিকিৎসাধীন অবস্থায় ২৩ মার্চ মঙ্গলবার রাতে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে তার মৃত্যু হয়েছে।
তিনি পৌর শহরের রশিদপুর এলাকার বেলাল হোসেনের ছেলে। সে রশিদপুর বাজারের একজন পেট্রল ব্যবসায়ী।
স্থানীয় ও নিহতের পরিবার বলেছে, গত ২৩ মার্চ সকালে ইকরামুল হোসেনের স্ত্রী শিপ্রা গ্যাস সিলিন্ডারে রান্না করছিল। পাশে বসে স্বামী ইকরামুল বোতলে পেট্রোলভর্তি করছিলেন হঠাৎ গ্যাস সিলিন্ডার থেকে আগুন ঘরে থাকা পেট্রলে লেগে যায়। মুহূর্তেই পুরো ঘরে আগুন ধরে যায়। তারা ২ জন ঘর থেকে বের হতে পারেননি। পরে স্থানীয় লোকজন গিয়ে দগ্ধ অবস্থায় তাকে উদ্ধার করে। তাদের ৫ বছরের মেয়ে ঘটনার একটু আগে দাদার বাড়িতে যাওয়ার কারণে শিশুটি রক্ষা পেয়েছে।
(ঊষার আলো-এম.এইচ)