UsharAlo logo
রবিবার, ১৩ই অক্টোবর, ২০২৪ খ্রিস্টাব্দ | ২৮শে আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ

রাউজানে পৃথক পৃথক স্থানে পুকুরে ডুবে দুই শিশুর মৃত্যু

রয়েল দত্ত, রাউজান প্রতিনিধি
জানুয়ারি ৩১, ২০২৪ ৫:০৮ অপরাহ্ণ
Link Copied!

রাউজানে পৃথক পৃথক স্থানে তিনঘন্টার ব্যবধানে দুই শিশুর মৃত্যু হয়েছে। গতকাল ৩০ জানুয়ারী মঙ্গলবার বিনাজুরী ইউনিয়নের উত্তর লেলাংগারা গ্রামে পুকুরে ডুবে মারা যায়  দু”বছর বয়সী  শিশু অনুশকা দে।
অপর ঘটনায় একই দিন দুপুর ১১টায় মৃত্যু হয় চিকদাইর ইউনিয়নের করম আলী হাজী বাড়ির তিন বছরের শিশু তাহামনি।স্থানীয়রা জানিয়েছেন নিহত শিশু অনুশকা লেলাংগারা গ্রামের সুমন দে ও তাহামিন চিকদাইর ইউনিয়নের মহিউদ্দিনের কন্যা।শিশু অনুশকা বাড়ির পিছনে খেলতে গিয়ে পরিবারের সদস্যদের অগোচরে  পুকুরে পড়ে যায়।খোঁজাখুজির একপর্যায়ে পুকুর থেকে তাকে উদ্ধার করে রাউজান উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসকরা শিশুটিকে মৃত ঘোষণা করেন।
পরিবারের সদস্যরা এই শিশু সন্তানকে হারিয়ে শোকে মাতম হয়ে পড়েন।