রাউজান পৌরসভার ৫ নম্বর ওয়ার্ডে মনপোদ্দার বাড়ী মেলা উদযাপন কমিটির ব্যবস্থাপনায় শত বছরের ঐতিহ্যবাহী বাঘের মেলা অনুষ্ঠিত হয়েছে। যুগ যুগ ধরে প্রজন্মের পর প্রজন্ম বাংলা নববর্ষের ৫ ও ৬ বৈশাখে অনুষ্ঠিত ঐতিহ্যবাহী বাঘের মেলায় কেউ বাঘ, কেউবা হনুমান, কেউ ভাল্লুক আবার কেউ কেউ নানা বন্যপ্রাণী সেজে আনন্দ দেন মানুষকে।
শত বছরের ঐতিহ্যবাহী এই বাঘের মেলার আনুষ্ঠানিক উদ্বোধন করেন প্রধান অতিথি রাউজান উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক কাউন্সিলর জানে আলম জনি। উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মেলা উদযাপন পরিষদের সভাপতি বিভাষ ধর।
শুভেচ্ছা বক্তব্য রাখেন মনপোদ্দার পূজা উদযাপন কমিটির সাধারণ সম্পাদক দীপক ধর। মনপোদ্দার পূজা উদযাপন কমিটির সভাপতি কৃষ্ণ ধরের সঞ্চালনায় বিশেষ অতিথি ছিলেন ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. আইয়ুব, সাংগঠনিক সম্পাদক ওসমান গণি, আবুল মনছুর খোকন, জসিম উদ্দিন।
বক্তব্য রাখেন উপদেষ্টা প্রাক্তন শিক্ষক জহর লাল ধর, মেলা কমিটির সদস্য নেপাল ধর, মিলন ধর, দীপক ধর,পার্থ ধর, তন্ময় ধর, রুদ্র ধর। এসময় মনপোদ্দার বাড়ী মেলা উদযাপন কমিটির নেতৃবৃন্দ, সাংবাদিক,পূজা উদযাপন পরিষদের নেতৃবৃন্দসহ বিভিন্ন শ্রেনী পেশার লোকজন উপস্থিত ছিলেন।