UsharAlo logo
রবিবার, ২২শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ | ৭ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ
আজকের সর্বশেষ সবখবর

রাজধানীতে গ্যাস লাইনে বিস্ফোরণে দগ্ধ আরও দুইজনের মৃত্যু

usharalodesk
আগস্ট ২৭, ২০২১ ১১:২৬ পূর্বাহ্ণ
Link Copied!

ঊষার আলো ডেস্ক : রাজধানীর পল্লবীতে ১১ নম্বর সেকশনের সি ব্লকে একটি বাড়ির নিচে গ্যাসের পাইপলাইনে বিস্ফোরণে দগ্ধ  আরও ২ জনের মৃত্যু হয়েছে।

মৃতরা হচ্ছে. সুমন (৪০) এবং রফিকুল ইসলাম (৩৫)। তারা শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) চিকিৎসাধীন ছিলেন। এ নিয়ে ওই ঘটনায় শিশুসহ দগ্ধ ৭ জনের মধ্যে তিনজনের মৃত্যু হলো।

বার্ন ইনস্টিটিউটের আবাসিক সার্জন ডা. এস এম আইউব হোসাইন আজ (২৭ আগস্ট) সকালে এ বিষয়টি নিশ্চিত করেন।

তিনি বলেন, মৃত রফিকুল ইসলামের শরীরের ৮৫ শতাংশ এবং সুমনের ৪৫ শতাংশ পোড়া ছিল। এর আগে, গত বৃহস্পতিবার আইসিইউর ১৪ নম্বর শয্যায় রিনা আক্তার নামে একজনের মৃত্যু হয়। রিনার শরীরের ৭০ শতাংশ দগ্ধ ছিল। হাসপাতালে চিকিৎসাধীন নওশীনের ১৫, রওশন আরার ৮৫, নাজনীনের ২৭ এবং রেনুর শরীরের ৩৮ শতাংশ ফ্লেম বার্ন ও ইনহ্যালেশন ইনজুরি রয়েছে।

উল্লেখ্য, বাড়ির নিচে গ্যাস লাইনে লিকেজ ছিল। ২ দিন আগে সেই লিকেজ ঠিক করা হয়। কিন্তু গত বুধবার (২৫ আগস্ট) রাত ১টায় বিকট শব্দে এ বিস্ফোরেণের ঘটনা ঘটেছে। এতে নিচতলায় আগুন ধরে গেলে ৭ জন দগ্ধ হয়। খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা দ্রুত ঘটনাস্থলে এসে আগুন নিয়ন্ত্রণে আনেন।

(ঊষার আলো-আরএম)