UsharAlo logo
বুধবার, ২৫শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ | ১০ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ

রাজধানীতে বজ্রপাতে এক কলেজ ছাত্রের মৃত্যু

pial
জুন ৩, ২০২২ ৮:০৩ পূর্বাহ্ণ
Link Copied!

ঊষার আলো ডেক্স : রাজধানীর বিমানবন্দর এলাকার একটি মাঠে বজ্রপাতে এক কলেজ ছাত্রের মৃত্যু ঘটেছে। বৃহস্পতিবার (২ জুন) বিকাল সাড়ে ৫ টার দিকে বিমানবন্দর সিভিল এভিয়েশন ট্রান্সমিটার মাঠে এ ঘটনাটি ঘটে। ছাত্রের নাম রাহাত আহমেদ বাধন।

গুরুতর অবস্থায় তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

বাধনের বাড়ি কুমিল্লা জেলার লাঙ্গলকোট থানার বামভুইয়া পাড়া গ্রামে। বর্তমানে তিনি কাওলা মধ্যপাপাড়া এলাকায় পরিবারের সাথে থাকতেন।
বাধনের ভাই রাকিব হাসান বলেন, বাধন উত্তরা কমার্স কলেজে একাদশ ২য় বর্ষে পড়াশুনা করতেন। বিকালে বিমানবন্দর সিভিল এভিয়েশন মাঠে বন্ধুদের সঙ্গে ফুটবল খেলতে যান। কিন্তু তিনি ফুটবল না খেলে একটি গাছে বসে খেলা দেখছিলেন। তখনই আকাশে বজ্রপাত শুরু হয়।

তিনি জানান, কিছুক্ষণ পরে বাধনের বন্ধুরা গিয়ে দেখে সে অচেতন অবস্থায় পড়ে আছে। দ্রুত তাকে উত্তরা বাংলাদেশ মেডিকেল কলেজ হাসপাতালে যাওয়া হয়। সেখান থেকে ঢামেকে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

ঢাকা মেডিকেল পুলিশ বক্সের ইনচার্জ মো. বাচ্চু মিয়া জানিয়েছেন, মৃতদেহ ময়নাতদন্তের জন্য ঢামেক হাসপাতালের মর্গে রাখা হয়েছে।

(ঊষার আলো-এসএইস)