UsharAlo logo
সোমবার, ৩০শে জুন, ২০২৫ খ্রিস্টাব্দ | ১৬ই আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ

রাজধানীতে মাদকবিরোধী অভিযানে আটক ৭৩

ঊষার আলো
জানুয়ারি ৩০, ২০২৩ ১১:১৩ পূর্বাহ্ণ
Link Copied!

ঊষার আলো রিপোর্ট : রাজধানীতে মাদকবিরোধী অভিযান পরিচালনা করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)। অভিযানে মাদক বিক্রি ও সেবনের দায়ে ৭৩ জনকে আটক করা হয়েছে।রোববার (২৯ জানুয়ারি) সকাল ৬টা থেকে সোমবার (৩০ জানুয়ারি) সকাল ৬টা পর্যন্ত রাজধানীর বিভিন্ন থানা এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।

ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশনস বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মো. ফারুক হোসেন জানান, আসামিদের কাছ থেকে ৯৭ দশমিক ২ গ্রাম হেরোইন, ১২৮ বোতল ফেনসিডিল, ১৮০ বোতল (২০ লিটার) দেশি মদ, ৫৫ কেজি ৬৩৫ গ্রাম গাঁজা ও ১৪ হাজার ৩৪৭ পিস ইয়াবা জব্দ করা হয়।তাদের বিরুদ্ধে ডিএমপির বিভিন্ন থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ৫৫টি মামলা দায়ের করা হয়েছে।

ঊষার আলো-এসএ