UsharAlo logo
মঙ্গলবার, ২২শে এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ | ৯ই বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ

রাজধানীতে মাদক বিরোধী অভিযানে আটক ৪১

ঊষার আলো
জানুয়ারি ২১, ২০২৩ ১১:৫৭ পূর্বাহ্ণ
Link Copied!

ঊষার আলো রিপোর্ট : রাজধানীতে মাদক বিরোধী অভিযানে বিক্রি ও সেবনের অপরাধে ৪১ জনকে আটক করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)।শুক্রবার (২০ জানুয়ারি) ভোর ৬টা থেকে শনিবার (২১ জানুয়ারি) ভোর৬টা পর্যন্ত ২৪ ঘণ্টায় রাজধানীর বিভিন্ন থানা এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।

ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশনস বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মো.ফারুক হোসেন জানান, অভিযানকালে আটক ব্যক্তিদের কাছ থেকে ৭৯১ পিস ইয়াবা, ১৩৩ গ্রাম হেরোইন, ৪২ কেজি ১৭০ গ্রাম গাঁজা ও ১১ ক্যান বিয়ার জব্দ করা হয়।তাদের বিরুদ্ধে ডিএমপির সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ৪ টি মামলা দায়ের করা হয়েছে বলেও জানিয়েছেন এই পুলিশ কর্মকর্তা।

ঊষার আলো-এসএ