UsharAlo logo
শনিবার, ২১শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ | ৬ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ

রাজধানীতে ১৪ হাজার ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার

pial
মে ২১, ২০২২ ৩:২৮ অপরাহ্ণ
Link Copied!

ঊষার আলো ডেস্ক : রাজধানী ঢাকার শাহবাগ এলাকা থেকে ১৪ হাজার পিস ইয়াবাসহ ১ জন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) গোয়েন্দা উত্তরা বিভাগের টিম।

গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ীর নাম মো. আক্তার হোসেন বাবু। শুক্রবার (২০ মে) শাহবাগ থানার আনন্দবাজার এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। শনিবার (২১ মে) এ তথ্য নিশ্চিত করেছে গোয়েন্দা পুলিশ।

গোয়েন্দা উত্তরা বিভাগের সহকারী পুলিশ কমিশনার শাহিদুল ইসলাম বলেন, এক ব্যক্তি শাহবাগ থানার আনন্দবাজার এলাকায় মাদক ক্রয়-বিক্রয়ের জন্য অবস্থান করছে এমন সংবাদের ভিত্তিতে সেখানে অভিযান চালানোর পর ১৪ হাজার পিস ইয়াবাসহ আক্তারকে গ্রেফতার করা হয়।

তিনি আরেরা বলেন, আক্তার কক্সবাজার জেলা থেতে ইয়াবা সংগ্রহ করে রাজধানীর বিভিন্ন এলাকায় বিক্রি করতেন। জিজ্ঞাসাবাদে তিনি এ কথা স্বীকার করেছেন। তার বিরুদ্ধে শাহবাগ থানায় আইনগত ব্যবস্থা নেওয়া হয়েছে।

(ঊষার আলো-এসএইস)