UsharAlo logo
মঙ্গলবার, ১০ই ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ | ২৫শে অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ

পিরোজপুরে গৃহবধূ ধর্ষণের ঘটনায় আটক ৫

usharalodesk
মার্চ ২৬, ২০২১ ২:৫৪ অপরাহ্ণ
Link Copied!

পিরোজপুর প্রতিনিধি : পিরোজপুর জেলার ভান্ডারিয়া উপজেলায় গণধর্ষণের শিকার হয়েছেন এক গৃহবধূ। উপজেলার দক্ষিণ গাজীপুুরে বৃহস্পতিবার (২৫ মার্চ) রাতে এ ধর্ষণের ঘটনা ঘটে। এ ঘটনায় ৫ ধর্ষককে পুলিশ আটক করেছে।
পুলিশ সূত্রে জানা যায়, ওই গৃহবধূ পরিচিত এক ব্যক্তির সাথে দক্ষিণ গাজীপুর গ্রামে বৃহস্পতিবার (২৫ মার্চ) বিকেলে ঘুরতে যায়। সন্ধ্যার দিকে স্থানীয় ৬ যুবক অন্য আরও ২ যুবকের সহযোগিতায় ওই গৃহবধূকে পার্শ্ববর্তী একটি কলাবাগানে নিয়ে পালাক্রমে ধর্ষণ করে। ঘটনার পর ওই গৃহবধূ রাতে ভান্ডারিয়া থানায় এসে বিষয়টি জানালে পুলিশ অভিযান চালিয়ে অভিযুক্ত ৫ জনকে আটক করে। এ ঘটনায় গৃহবধূ ৮ জনকে আসামি করে ভান্ডারিয়া থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে একটি মামলা দায়ের করে।
পিরোজপুরের পুলিশ সুপার হায়াতুল ইসলাম খান ঘটনাস্থল পরিদর্শন করেছেন। তিনি জানান, ঘটনার সাথে জড়িত অন্যান্য অভিযুক্তদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।

(ঊষার আলো-এমএনএস)