ঊষার আলো ডেস্ক : মেয়েকে ধর্ষণের দায়ে বাবাকে ফাঁসিতে ঝুলিয়ে মৃত্যুদণ্ডের আদেশ দিয়েছেন রাজশাহী আদালত। নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-১-এর বিচারক মনসুর আলম সোমবার (২২ মার্চ) দুপুর ১টার দিকে এ রায় ঘোষণা করেন।
জানা যায়, আসামির স্ত্রী স্থানীয় একটি ছাত্রাবাসে রান্নার কাজ করতেন। প্রতিদিনের মতো গত ২০১৮ সালের ১৪ মে ভোরে রান্নার জন্য বাইরে যান ওই নারী। তখন ঘুমন্ত অবস্থায় গলায় ছুরি ধরে নিজের ১৪ বছরের মেয়েকে ধর্ষণ করেন নজরুল ইসলাম ওরফে নজরুল কসাই (৫০)।
নগরীর রাজপাড়া থানার সিলিন্দা মহল্লায় ওই ঘটনা ঘটে। ঘটনাটি কাউকে বললে তার মাকে গলাকেটে হত্যা হত্যা করে ফেলব বলেও মেয়েকে হুমকি দেন।
এ বিষয়ে ২০১৯ সালের ১৫ ফেব্রুয়ারি নজরুলের স্ত্রী নার্গিস বেগম বাদী হয়ে তার মেয়েকে ধর্ষণের অভিযোগে স্বামীর বিরুদ্ধে থানায় মামলা দায়ের করেন। ওই মামলায় আজ নজরুল ইসলামের মৃত্যুদ-ের আদেশ দেন আদালত।
(ঊষার আলো-এমএনএস)