UsharAlo logo
বৃহস্পতিবার, ১২ই ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ | ২৭শে অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ

রাতে মাঠে নামছে রিয়াল মাদ্রিদ ও বার্সেলোনা

usharalodesk
এপ্রিল ১০, ২০২১ ১:২২ অপরাহ্ণ
Link Copied!

ঊষার আলো স্পোর্টস ডেস্ক : স্প্যানিশ লা লিগার ম্যাচে শনিবার দিবাগত রাতে মাঠে নামছে ২ চিরপ্রতিদ্বন্দ্বী রিয়াল মাদ্রিদ ও বার্সেলোনা। ম্যাচটি বাংলাদেশ সময় রাত ১টায় শুরু হবে।
সবধরনের প্রতিযোগিতা মিলিয়ে বার্সেলোনার বিপক্ষে শেষ ২ ম্যাচে জিতেছে রিয়াল। আজও জয় পেলে ১৯৭৮ সালের পর বার্সার বিপক্ষে টানা৩ জয়ের দেখা পাবেন তারা।
লা লিগার চলতি মৌসুমের দারুণভাবেই ঘুরে দাঁড়িয়েছে রিয়াল ও বার্সা। এ পর্যন্ত ২৯টি করে ম্যাচ খেলেছে রিয়াল ও বার্সেলোনা। যেখানে ৬৫ পয়েন্ট নিয়ে ২ নম্বরে রয়েছে বার্সেলোনা, ৬৩ পয়েন্ট নিয়ে রিয়াল রয়েছে ৩ নম্বরে। সমান ম্যাচে ৬৬ পয়েন্ট নিয়ে শীর্ষে অ্যাতলেতিকো মাদ্রিদ। আজকের ম্যাচটি জিতলেই অ্যাতলেতিকোকে পেছনে ফেলে ১ নম্বরে উঠে আসবে বার্সা। রিয়াল জিতলে তাদের পয়েন্ট ৬৬ হবে, তবে অন্তত ৫ গোলের ব্যবধানে জয় না পেলে অবস্থান করতে দুইয়ে।
এছাড়া এল ক্লাসিকোর ইতিহাসেও এগিয়ে রয়েছে রিয়াল মাদ্রিদ। সবমিলিয়ে বার্সেলোনার বিপক্ষে ৯৭টি ম্যাচ জিতেছে রিয়াল, অন্যদিকে বার্সেলোনার জয় ৯৬ ম্যাচে।

(ঊষার আলো- এম.এইচ)