UsharAlo logo
বুধবার, ২৫শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ | ১০ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ

লক্ষ্মীপুরে মোটরসাইকেলের চাকা গর্তে পড়ে মৃত্যু

usharalodesk
মার্চ ১৩, ২০২১ ২:২৯ অপরাহ্ণ
Link Copied!

ঊষার আলো রিপোর্ট : লক্ষ্মীপুরের রামগতিতে চলন্ত মোটরসাইকেলের চাকা গর্তে পড়ে দুর্ঘটনার শিকার হয়ে আলতাফ হোসেন (২৫) নামে ১ ব্যবসায়ীর মৃত্যু হয়েছে। আজ ১২ মার্চ শনিবার মধ্যরাতে সোনাপুর-আলেকজান্ডার সড়কের রামগতি উপজেলার রব সড়কের মাথায় এ দুর্ঘটনা ঘটেছে।
আলতাফ পেশায় একজন ব্যবসায়ী ও চরগাজী ইউনিয়নের চরলক্ষ্মী গ্রামের মোতালেবের ছেলে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, ঘটনার সময় আলতাফ মোটরসাইকেলযোগে রামগতির হাট থেকে আলেকজান্ডার যাচ্ছিলেন। ঘটনাস্থল পৌঁছলে স্থানীয়রা হঠাৎ শব্দ শুনতে পান। লোকজন এসে দেখতে পান আলতাফ গুরুতর আহত অবস্থায় মোটরসাইকেল নিয়ে সড়কের পাশে পড়ে রয়েছেন। তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হলে সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। খবর পেয়ে পুলিশ রাতেই হাসপাতালে তাকে দেখতে যায়। এসময় আলতাফকে উদ্ধার করা স্থানীয়দের সঙ্গে কথা বলেছে পুলিশ।
স্থানীয়রা ধারণা করছে, সড়কের গর্তে পড়ে আলতাফ দ্রুতগতির মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে গুরুতর আহত হয়েছে। সোনাপুর-আলেকজান্ডার সড়কের বড় বড় গর্ত দুর্ঘটনার কারণ বলে জানিয়েছে স্থানীয়রা।
রামগতি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ সোলাইমান জানান, খবর পেয়ে হাসপাতালে পুলিশ পাঠানো হয়েছে। সড়ক দুর্ঘটনায় মৃত্যু হওয়ায় পরিবার কোনো অভিযোগ করেনি। পরিবারের আবেদনের প্রেক্ষিতেই মরদেহ দাফনের অনুমতি দেওয়া হয়েছে।

 

 

(ঊষার আলো-এম.এইচ)