UsharAlo logo
বুধবার, ২৪শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ | ১১ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

রাশিয়ায় এক শিক্ষার্থীর এলোপাতাড়ি গুলিতে নিহত ৮

usharalodesk
সেপ্টেম্বর ২০, ২০২১ ৪:২৩ অপরাহ্ণ
Link Copied!

ঊষার আলো ডেস্ক : রাশিয়ার একটি বিশ্ববিদ্যালয়ে এক শিক্ষার্থীর এলোপাতাড়ি গুলিতে  আটজনের প্রাণহানি হয়েছে। এতে আরও ছয়জন আহত হয়েছে। সোমবার(২০ সেপ্টেম্বর) সকালে পার্ম স্টেট ন্যাশনাল রিসার্চ ইউনিভার্সিটিতে এ ঘটনা ঘটে। এরপর হামলাকারী নিজেই নিজেকে গুলি করেন। তাকেও আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী উদ্ধার করেছে ।

রাশিয়ার স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানায়, বন্দুকধারীকে গ্রেফতারের সময় সে আহত ছিল। বিশ্ববিদ্যালয়ের মুখপাত্র জানায়, শিক্ষার্থী ও কর্মীরা গুলির সময় নিজেদেরকে কক্ষে আটকে রাখে। ওই সময় জানালা দিয়ে বের হতে পেরেছে কয়েকজন। এ ঘটনায় তদন্ত শুরু হয়েছে।

গণমাধ্যমে প্রকাশ পাওয়া ভিডিওতে দেখা গেছে, আতঙ্কিত শিক্ষার্থীরা ১টি ভবনের দোতলা থেকে নিচে ঝাঁপ দিচ্ছে। অপর ১ ভিডিওতে অভিযুক্ত বন্দুকধারীকে বিশ্ববিদ্যালয় ভবনে এলোপাথাড়ি গুলি ছুড়তে দেখা যায়।

ক্লাসে ৬০ জনের মতো শিক্ষার্থী ছিলো। হামলাকারী যাতে প্রবেশ করতে না পারে সে জন্য চেয়ার দিয়ে ব্যারিকেড দেওয়া হয় বলে সেমিয়ন কারাকিন নামের এক ছাত্র জানান হামলাকারী ওই বিশ্ববিদ্যালয়েরই ছাত্র। হামলা করার আগে সামাজিক যোগাযোগ মাধ্যমে বন্দুকসহ একটি পোস্ট দেয় ওই হামলাকারী।

(ঊষার আলো-আরএম)