UsharAlo logo
শুক্রবার, ১৭ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ | ৩রা মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ

রাশেদুল ইসলামের হাতে নগদ অর্থ তুলে দিলেন ঝিনাইদহ জেলা যুবলীগ

ঊষার আলো
এপ্রিল ১০, ২০২১ ৮:৪৭ অপরাহ্ণ
Link Copied!

কোটচাঁদপুর (ঝিনাইদহ) প্রতিনিধি : মেডিকেলে ভর্তি পরিক্ষায় উত্তীন্ন হওয়া রাশেদুল ইসলামের হাতে ২৫ হাজার টাকার চেক তুলে দিলেন ঝিনাইদহ জেলা যুবলীগের নেতৃবৃন্দ। শনিবার (১০ এপ্রিল) দুপুরে এ চেক দেয়া হয়।
কেন্দ্র যুবলীগ নেতা নুরে আলমের পক্ষে রাশেদুল ইসলামের হাতে ২৫ হাজার টাকার চেক তুলে দেন জেলা যুবলীগের আহবায়ক আশফাক মাহমুদ জন। এ সময় উপস্থিত ছিলেন জেলা যুবলীগের যুগ্ন আহবায়ক সফিউল ইসলাম শিমুল,রাজু আহম্মেদ। উপজেলা যুবলীগের যুগ্ন আহবায়ক আশরাফুল ইসলাম খোকন,আজম বিশ্বাস,বলুহর ইউনিয়নের চেয়ারম্যান আব্দুল মতিন। ইউনিয়ন যুবলীগ নেতা বাবলুর রহমান। নেতৃবৃন্দ রাশেদুল ইসলামের গ্রামের বাড়ি ফাজিলপুর গিয়ে তাঁর হাতে অর্থ তুলে দেন। সাথে সাথে তাঁর শুভ কামনা জানান। রাশেদুল ইসলাম কোটচাঁদপুরের ফাজিলপুর গ্রামের মজনুর রহমানের ছেলে। সে এ বছর রাজশাহী মেডিকেলে ভর্তির সুযোগ পেয়েছেন।

(ঊষার আলো-এমএনএস)