রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের অপসারণের বিষয়ে আলোচনা এখন অবান্তর বলে জানিয়েছে প্রধান উপদেষ্টার প্রেস উইং। তার অপসারণ নিয়ে কোনো সিদ্ধান্ত হয়নি বলেও জানানো হয়েছে।
মঙ্গলবার (২২ অক্টোবর) সন্ধ্যায় প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে এসব বলা হয়। সম্প্রতি সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার পদত্যাগপত্র নিয়ে দুই রকমের বক্তব্য দিয়ে সমালোচনার শিকার হন রাষ্ট্রপতি। তার অপসারণের দাবি উঠেছে বিভিন্ন মহল থেকে।
এদিকে, শেখ হাসিনার পদত্যাগপত্র নিয়ে দুই রকমের বক্তব্য দিয়ে রাষ্ট্রপতি সাংবিধানিকভাবে তার পদে থাকার বৈধ হারিয়েছেন বলে মনে করছেন আইন বিশ্লেষকরা।
তাদের মতে, বিপ্লবের মধ্য দিয়ে গঠন সরকার চাইলে রাজনৈতিক ঐক্যমত্যের ভিত্তিতে রাষ্ট্রপতিকে অপসারণ করে নতুন কাউকে ভারপ্রাপ্ত হিসেবে বসাতে পারেন। তবে অপসারণের আগেই নিজের দোষ শিকার করে রাষ্ট্রপতির পদত্যাগ করাই উত্তম বলে মত আইনজ্ঞদের।
আপিল বিভাগের সাবেক বিচারপতি এম এ মতিন বলেন, বিপ্লবোত্তর সরকারের সামনে সাংবিধানিক কোনো বাধ্যবাধকতার প্রশ্নই ওঠে না। তারা চাইলেই সাময়িকভাবে নতুন কাউকে ক্ষমতায় বসাতে পারেন।