ঊষার আলো ডেস্ক : সিলেটের বন্দরবাজার ফাঁড়িতে পুলিশের নির্যাতনে নিহত আলোচিত রায়হান আহমদ হত্যা মামলায় ফাঁড়ির তৎকালীন ইনচার্জ এসআই আকবর হোসেন ভুঁইয়াসহ ৬ আসামির বিরুদ্ধে অভিযোগপত্র গ্রহণ করেছেন আদালত।
বৃহস্পতিবার (৩০ সেপ্টেম্বর) সিলেটের অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আবদুল মোমেন এ চার্শীট গ্রহনের আদেশ দেন। এদিকে, ওই মামলার ৬ আসামির মধ্যে পলাতক আবদুল্লাহ আল নোমানের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করা হয়েছে।
কোনো পক্ষের দ্বিমত না থাকায় আদালত পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনের (পিবিআই) জমা দেওয়া অভিযোগপত্র গ্রহণ করেছে। এর আগে ৫ মে আদালতে অভিযোগপত্র জমা দেন মামলার তদন্ত কর্মকর্তা পিবিআই’র পরিদর্শক আওলাদ হোসেন।
(ঊষার আলো-আরএম)