ঊষার আলো ডেস্ক : সৌদি আরবের রাজধানী রিয়াদে বাংলাদেশি অভিবাসী শ্রমিকদের দু’পক্ষের মধ্যে লোহার রড, পাইপ এবং ধারালো অস্ত্র নিয়ে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে করে অন্তত ৪ বাংলাদেশি শ্রমিক আহত হয়েছেন।
আজ মঙ্গলবার (২৩ মার্চ) রিয়াদে অবস্থিত বাংলাদেশ দূতাবাসের একজন কর্মকর্তা এবং অভিবাসী কয়েকজন শ্রমিক এই তথ্য জানান। সৌদির স্থানীয় সময় গত শনিবারে এই ঘটনা ঘটে। তবে আহত শ্রমিকদের পরিচয় জানা যায়নি। কিন্তু তাঁরা রিয়াদের একটি হাসপাতালে চিকিৎসাধীন আছে।
এ ঘটনা হারা এলাকায় ঘটে। ওখানে ‘ফ্রি ভিসায়’ যাওয়া অনেক বাংলাদেশি অভিবাসীই থাকেন।
দূতাবাস সূত্রে জানা যায়, সংঘর্ষের মূল কারণ এখনও জানা যায়নি। পুলিশ এই ঘটনা নিয়ে তদন্ত করছে।
(ঊষার আলো-এফএসপি)