UsharAlo logo
শনিবার, ১১ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ | ২৭শে পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ

রুদ্ধশ্বাস ম্যাচে শেষ ওভারে এসে হারলো উইন্ডিজ

pial
জুলাই ২৩, ২০২২ ৬:১৭ অপরাহ্ণ
Link Copied!

ঊষার আলো ডেস্ক : রোমাঞ্চকর লড়াইয়ের দেখা মিলল ওয়েস্ট ইন্ডিজ ও ভারত সিরিজের প্রথম ওয়ানডেতে। যার শেষ অবধি জয়টা পেল ভারত। মাত্র ৩ রানের জয়ে সিরিজ শুরু করেছে তারা।

আগে ব্যাট করতে নেমে সাত উইকেট হারিয়ে ৩০৮ রানের সংগ্রহ পায় ভারত। আর মাত্র তিন রানের জন্য সেঞ্চুরি মিস করেন উদ্বোধনী ব্যাটার শিখর ধাওয়ান। তিনি ৯৯ বল খেলে ৯৭ রান করে আউট হন গুদাকেশ মোতির বলে। এবং ৫৩ বলে ৬৪ রান করেন আরেক ওপেনার শুভমন গিল, তিনি হন রান আউট।

সাথে হাফ সেঞ্চুরি করেন তিন নম্বরে খেলতে নামা ব্যাটার গুদাকেশও। ৫৭ বলে ৫৪ রান করে তিনিও আউট হন গুদাকেশের বলে। ওয়েস্ট ইন্ডিজের পক্ষে ২ উ্ইকেট করে নিয়েছেন গুদাকেশ মোতি ও আলজেরি জোসেফ।

জবাব দিতে নেমে শুরুটা বেশ একটা ভালো হয়নি ওয়েস্ট ইন্ডিজের। মাত্র ৭ রান করে সাজঘরে ফেরত যান ওপেনার শাই হোপ। তবে আরেক ওপেনার কাইল মেয়ার্স নিজের ফিফটি তুলে নেন। তিনি ৬৮ বলে ৭৫ রান করে শার্দুল ঠাকুরের বলে আউট হন।

হাফ সেঞ্চুরি পান ব্রেন্ডন কিংও, ৬৬ বলে ৫৪ রান করে তিনি আউট হয়েছেন চাহালের বলে। নির্ধারিত ৫০ ওভার ব্যাট করে চার উইকেট হাতে রেখে ৩ রানের আক্ষেপে পুড়তে হয়েছে ওয়েস্ট ইন্ডিজের।

(ঊষার আলো-এফএসপি)