UsharAlo logo
শুক্রবার, ২৬শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ | ১৩ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

রূপগঞ্জে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে আহত ২৫

usharalodesk
জুলাই ১৩, ২০২১ ৪:০৩ অপরাহ্ণ
Link Copied!

ঊষার আলো ডেস্ক : রূপগঞ্জে ক্ষতিগ্রস্ত হাসেম ফুড অ্যান্ড বেভারেজ কারখানা পরিদর্শনে এসে বিএনপির ২ গ্রুপের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে।  এঘটনায় অন্তত ২৫ নেতাকর্মী আহত হয়েছেন।

মঙ্গলবার(১৩জুলাই) দুপুরে কারখানার সামনে ঢাকা-সিলেট মহাসড়কে এই ঘটনা ঘটে। স্থানীয় ক্লিনিকে আহতদেরকে চিকিৎসা দেওয়া হচ্ছে। পুলিশ লাটিচার্জ ও টিয়ারশেল ছুড়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে ওই আনেন।

জানা গেছে, মঙ্গলবার দুপুর পৌনে ২ টায় বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খানের নেতৃত্বে ১টি প্রতিনিধি দল কারখানা ভবন পরিদর্শনে আসেন।  ওইসময় কেন্দ্রীয় নেতাদের সাথে সামনের সারিতে দাঁড়ানোকে কেন্দ্র করে জেলা বিএনপির সহ-সভাপতি নাসির উদ্দিন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী সদস্য মোস্তাফিজুর রহমান ভূইয়া দিপুকে ধাক্কা মারেন এমনই অভিযোগ করেন উপজেলা যুবদলের আহ্বায়ক দেলোয়ার হোসেন।
এ নিয়ে গেটের সামনে কেন্দ্রীয় নেতাদের উপস্থিতিতে ২ গ্রুপের সদস্যরা মারামারিতে জড়িয়ে পড়েন। ওইসময় দুইপক্ষ ধাওয়া-পাল্টা ধাওয়া ও ইট-পাটকেল ছুড়তে শুরু করলে নাসির উদ্দিনসহ উভয়পক্ষের অন্তত ২৫ জন আহত হয়েছে।

(ঊষার আলো-আরএম)