UsharAlo logo
বুধবার, ৩০শে এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ | ১৭ই বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ

রূপগঞ্জে বিস্ফোরক মামলায় যুবলীগ নেতা গ্রেফতার

ঊষার আলো রিপোর্ট
জানুয়ারি ১৮, ২০২৫ ৫:৩৮ অপরাহ্ণ
Link Copied!

নারায়ণগঞ্জের রূপগঞ্জে বিস্ফোরক মামলায় কাঞ্চন পৌরসভার ৮ নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর ও পৌর যুবলীগের সিনিয়র সহ-সভাপতি আইয়ুব খানকে  গ্রেফতার করেছে পুলিশ।

শুক্রবার রাতে উপজেলার কাঞ্চন পৌরসভার কৃষ্ণনগর এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।

জেলা পুলিশের সহকারী পুলিশ সুপার মেহেদী ইসলাম জানান, গ্রেফতার আইয়ুব খান বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে ছাত্র-জনতার ওপর হামলা, এলাকায় আধিপত্য বিস্তার, সাধারণ মানুষদের হয়রানি, দখলবাজিসহ বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ডের মুলহোতা। তার বিরুদ্ধে রূপগঞ্জ থানায় বিস্ফোরকসহ একাধিক মামলা রয়েছে।

তিনি আরও বলেন, ৫ আগস্টের পর থেকে তিনি পলাতক ছিলেন। শুক্রবার রাতে কাঞ্চন পৌরসভার কৃষ্ণনগর এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। শনিবার দুপুরে বিস্ফোরক মামলায় জিজ্ঞাসাবাদের জন্য সাতদিনের রিমান্ড চেয়ে আদালতে প্রেরণ করা হয়।

ঊষার আলো-এসএ