UsharAlo logo
বুধবার, ২৪শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ | ১১ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

রূপসা শিয়ালী গ্রামের ঘটনায় আটক ১০ জন রিমান্ডে

usharalodesk
আগস্ট ১০, ২০২১ ৪:৫৯ অপরাহ্ণ
Link Copied!

ঊষার আলো ডেস্ক : রূপসা উপজেলার ঘাটভোগ ইউনিয়নের শিয়ালী গ্রামের কয়েকটি মন্দির ভাংচুর এবং হিন্দু পরিবারের ওপর হামলার ঘটনায় আটক হওয়া ১০ জনকে দুই দিনের রিমান্ডের আদেশ দিয়েছে আদালত। মঙ্গলবার (১০ আগস্ট) খুলনা সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত ৩ এর বিচারক সাইফুজ্জামান এ রিমান্ড মঞ্জুর করেন।

রিমান্ডপ্রাপ্তরা হলেন, আকরাম ফকির, মোঃ সোহেল শেখ, শরীফুল ইসলাম, শেখ মঞ্জুরুল আলম, সম্রাট মোল্লা মোঃ শরিফুল শেখ,  জামিল বিশ্বাস, শামিম শেখ এবং মমিনুল ইসলাম।

জনা গেছে, গত শনিবার সন্ধ্যার দিকে চাঁদপুর, শিয়ালী গ্রামসহ আশপাশের গ্রামের কিছু লোক একত্রিত হয়ে ওই গ্রামের হিন্দু সম্প্রদায়ের ওপর আক্রমণ করেন। এমনকি বাড়িঘর ভাংচুর করে। ওই সময় তাদের ঘরের মালামাল লুট করা হয়েছে বলে অভিযোগ করা হয়। একপর্যায়ে তারা মহাশশ্মান মন্দির, পূর্বপাড়া সার্বজনীন মন্দির এবং মন্দিরের ভেতরের কিছু মুর্তি ভাংচুর করে। এ ঘটনায় বাদী হয়ে রূপসা থানায় মামলা দায়ের করেন পূজা উদযাপন পরিষদ রূপসা উপজেলা সভাপতি শক্তিপদ বসু। পরে গত রবিবার রাতে পুলিশ অভিযান চালিয়ে ১০ জনকে আটক  করে সাত দিনের রিমান্ড আবেদন জানিয়ে আদালতে সোপর্দ  করেন।

(ঊষার আলো-আরএম)