UsharAlo logo
শুক্রবার, ১৮ই অক্টোবর, ২০২৪ খ্রিস্টাব্দ | ২রা কার্তিক, ১৪৩১ বঙ্গাব্দ

রেকর্ড ভাঙবে পারমাণবিক শক্তি উৎপাদন

usharalodesk
জানুয়ারি ২৫, ২০২৪ ৪:৪১ অপরাহ্ণ
Link Copied!

ঊষার আলো ডেস্ক : আগামী ২০২৫ সালের মধ্যে রেকর্ড ভাঙবে পারমাণবিক শক্তি উৎপাদন। কেননা অধিকাংশ দেশগুলো কম কার্বন নিঃসরণের দিকে মনোযোগ দিচ্ছে। এমনকি আগামী বছর নবায়নযোগ্য শক্তি যেমন সোলার এবং বাতাস কয়লাকেও ছাড়িয়ে যাবে।

বুধবার আন্তর্জাতিক এনার্জি এজেন্সি (আইইএ) রিপোর্টে উঠে আসে এ তথ্য। চীন, ভারত, কোরিয়া এবং জাপান এ লক্ষ্যে নতুন চুল্লির ব্যবস্থা করবে।

চলতি বছরই পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র থেকে উৎপাদন ৩ শতাংশ বৃদ্ধি পাবে বলে আশা করা হচ্ছে। ২০২৬ সালে এ পরিমাণ আরও ১.৫ শতাংশ বৃদ্ধি পাবে।

আইইএ নির্বাহী পরিচালক ফাতিহ বিরল বলেন,‘ পুনর্নবীকরণযোগ্য শক্তির দ্রুত এগিয়ে যাওয়ার জন্য ধন্যবাদ। এটি সব সময় সস্তা সৌরশক্তির দিকে নেতৃত্ব দিচ্ছে।’

 ঊষার আলো-এসএ