ঊষার আলো ডেস্ক : নিশ্চিত এক জয়ের ম্যাচে গোল বাতিল হওয়ার ক্ষোভে ছুড়ে ফেলা রোনালদোর আর্মব্যান্ড নিলামে তুলেছিল সার্বিয়ার একটি দাতব্য প্রতিষ্ঠান। ৬৪ হাজার ইউরো বা ৭৫ হাজার ডলারে বিক্রি হয়েছে রোনালদোর সেই আর্মব্যান্ডটি।
২০২২ বিশ্বকাপ বাছাইয়ের ‘এ’ গ্রুপের ম্যাচে সার্বিয়ার বিপক্ষে করা ক্রিশ্চিয়ানো রোনালদোর ‘বৈধ গোল’ বাতিল করেছিলেন ম্যাচ রেফারি। যার ফলে ম্যাচ হেরে মাঠ ছাড়তে হয় পর্তুগালকে। নিশ্চিত জয় হতে রেফারির ভুলে এভাবে পয়েন্ট হারানোটা মেনে নিতে পারেননি রোনালদো। ম্যাচ শেষ হওয়ার আগেই নিজের আর্মব্যান্ড ছুড়ে ফেলে মাঠ থেকে বেরিয়ে যান তিনি।
মেরুদণ্ডের পেশির জটিল এক রোগে ভোগা ৬ মাসের শিশু গারভিলো দুরদিয়েভিচের চিকিৎসায় খরচ হবে এই অর্থ। শিশুটির চিকিৎসা করার জন্য প্রয়োজন আড়াই লাখ ইউরো।
(ঊষার আলো-এফএসপি)