ঊষার আলো স্পোর্স ডেস্ক : আর্জেন্টাইন তারকা লিওনেল মেসির সাথে আবারও খেলার লক্ষ্য নিয়ে কদিন আগেও বার্সেলোনার ফেরার জন্য উদগ্রীব ছিলেন নেইমার। সম্প্রতি সে সম্ভাবনা শেষ করে পিএসজির সাথে চুক্তি বাড়িয়েছেন এ ব্রাজিলিয়ান। এবার নিজ দলে বর্তমান সময়ের অন্যতম সেরা তারকা ক্রিশ্চিয়ানো রোনালদোর সাথে খেলতে চেয়েছেন নেইমার। বলেছেন, ‘সুযোগ পেলে রোনালদোর সাথে একই দলে খেলতে চাই’।
ইতালিতে এই মৌসুমে বেশ কঠিন পরিস্থিতিতেই রয়েছে রোনালদোর জুভেন্টাস। সেরা চারে থাকা নিয়ে বড় শঙ্কায় আছেন সিরি আ’র সফলতম দলটি। শেষ ৩ ম্যাচে জিততে তো হবেই, সাথে প্রতিপ দলগুলোর পরাজয়ও কামনা করতে হবে। বর্তমানে ৫ম অবস্থানে আছেন তারা। শেষ পর্যন্ত সেরা চারে না থাকতে পারলে, জুভেন্টাস ছাড়তে পারেন রোনালদো। ওইেেত্র তার বেতন-ভাতা দেওয়ার মতো সামর্থ্য খুব কম দলেরই রয়েছে। যাদের আছে এর মধ্যে অন্যতম পিএসজি।
আর এমন কিছু হলে চ্যাম্পিয়ন্স লিগের অন্যতম সফল এ তারকাকে লুফে নিতে চাইবে পিএসজি। গত মৌসুমে ফাইনালে হারের পর এবার তারা বিদায় নিয়েছে সেমিতেই। তাই রোনালদোর মতো একজন চ্যাম্পিয়ন খেলোয়াড়কে চায় তারা, যে কি-না সবধরনের চ্যালেঞ্জ নিতে প্রস্তুত। সবমিলিয়ে রোনালদোর পিএসজিতে যোগ দেওয়ার সম্ভাবনা উড়িয়ে দেওয়া যাচ্ছে না। আর রোনালদোর সঙ্গে খেলতে মুখিয়ে আছেন নেইমারও।
(ঊষার আলো-আরএম)