UsharAlo logo
শনিবার, ২৮শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ | ১৩ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ

রোনাল্ডো বক্সে, মেসি পুরো মাঠেই ভয়ঙ্কর: রদ্রি

usharalodesk
নভেম্বর ২১, ২০২৪ ৫:৪৮ অপরাহ্ণ
Link Copied!

ক্রীড়া ডেস্ক : মেসি না রোনাল্ডো? প্রায়শই এমন প্রশ্নের মুখে পড়তে হয় বর্তমান ও সাবেক ফুটবলারদের। দীর্ঘ ক্যারিয়ারে লড়াইটাকে এমন উচ্চতাতে নিয়ে গেছেন এই দুই কিংবদন্তি; যার ধারে কাছেও নেই অন্য কেউ। সাফল্য, অর্জন কিংবা রেকর্ড সব কিছুতেই দু’জনে টেক্কা দিয়ে গেছেন ও যাচ্ছেন। যা এই দুই ফুটবলারকে করেছে বাকিদের থেকে আলাদা।তাই দু’জনের মধ্যে কে সেরা সেই প্রশ্নে ভাগ হয়ে যায় গোটা দুনিয়ার ফুটবল প্রেমীরা। এবার এই প্রশ্নের মুখে পড়তে হয়েছে সদ্য ব্যালন ডি’অর জয়ী ম্যানচেস্টার সিটির স্প্যানিশ মিডফিল্ডার রদ্রিকে।

ভিয়ারিয়াল ও অ্যাতলেতিকো মাদ্রিদের হয়ে খেলার সময় মেসি-রোনাল্ডো উভয়ের মুখোমুখি হয়েছেন রদ্রি। তাই দুজনের সম্পর্কেই ভালো জানা আছে রদ্রির। সেই অভিজ্ঞার আলোকেই দু’জনকে নিয়ে রদ্রি জানিয়েছেন তার মত।

‘এল হরমিগুয়েরো’কে দেওয়া এক সাক্ষাৎকারে রদ্রি বলেন, ‘খেলোয়াড় হিসেবে যারা তাদের উভয়ের মুখোমুখি হয়েছি, তারা দুজনের পার্থক্যটা জানে। মেসি সর্বকালের সেরা ফুটবলার। আর রোনাল্ডো কোনো সহজাত প্রতিভা ছাড়াই মেসির মোকাবিলা করেছেন।’

দুজনের পার্থক্যের বিষয়ে উদাহরণ দিয়ে রদ্রি বলেন, ‘ক্রিশ্চিয়ানোর বিপক্ষে খেলার সময় আমরা চাইতাম না সে বক্সে প্রবেশ করুক। কারণ, বক্সের ভেতর সে ভয়ংকর। কিন্তু মেসি মাঠের যেকোনো জায়গায় বল পেলেই বিপজ্জনক হয়ে ওঠে। মেসি যখন বল পায় তখন আপনি ভাববেন বিপদ আসছে। মেসির মুখোমুখি হলে আমি তার কাছ থেকে বলটি কেড়ে নেওয়ার চেষ্টা করতাম। কিন্তু সে এমনভাবে দূরে চলে যেত, যেন মনে হবে আপনি সেখানে ছিলেনই না! তার পায়ে বল যাওয়া মানেই মনে হতো খারাপ কিছু হতে যাচ্ছে।’

ঊষার আলো-এসএ