UsharAlo logo
বৃহস্পতিবার, ২৩শে জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ | ৯ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ

রোহিঙ্গাদের কোনো অবস্থাতেই ঢুকতে দেওয়া হবে না : বিজিবি মহাপরিচালক

ঊষার আলো ডেস্ক
ফেব্রুয়ারি ৬, ২০২৪ ৯:২৪ অপরাহ্ণ
Link Copied!

বিজিবির মহাপরিচালক বলেন, ‘আমরা ধৈর্য ধারণ করে,  মানবিক দিক থেকে এবং আন্তর্জাতিক একটি সুসম্পর্ক বজায় রেখে পরিস্থিতি মোকাবেলা করার চেষ্টা করছি। সোমবার রাত পর্যন্ত ১১৫ জন এবং আজ সকালে ১১৪ জন ও দুপুরে ৩৫ জনসহ মিয়ানমারের সীমান্তরক্ষী বাহিনীর ২৬৪ সদস্য আত্মসমর্পণ করে বাংলাদেশে আশ্রয় নিয়েছে।’

তিনি বলেন, ‘ আমরা তাদের আশ্রয় দিয়েছি, খাবারের ব্যবস্থা করেছি। মিয়ানমার অভ্যন্তরে ১৫ জন আহত হয়েছেন, এরমধ্যে ৮ জনের অবস্থা গুরুতর। তারা আহত অবস্থায়ই পালিয়ে আসে। চারজনকে কক্সবাজার সদর হাসপাতালে ও বাকি ৪ জনকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।’

বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) নবনিযুক্ত মহাপরিচালক মেজর জেনারেল মোহাম্মদ আশরাফুজ্জামান সিদ্দিকী বলেছেন, মিয়ানমার রোহিঙ্গাদের সীমান্ত অতিক্রম করে কোনো অবস্থাতেই বাংলাদেশে ঢুকতে দেওয়া হবে না। সীমান্ত পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে উল্লেখ করে তিনি বলেন,

‘নৌকাযোগে ৬৫ রোহিঙ্গা বাংলাদেশে আসার চেষ্টা করলে তাদের গ্রেফতার করা হয়েছে। তাদের পুশব্যাকের চেষ্টা চলছে। কোনো অবস্থাতেই রোহিঙ্গাদের বাংলাদেশে ঢুকতে দেওয়া হবে না।’ মেজর জেনারেল মোহাম্মদ আশরাফুজ্জামান সিদ্দিকী আজ দুপুরে গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে শ্রদ্ধা নিবেদন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ কথা বলেন।