UsharAlo logo
রবিবার, ১২ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ | ২৮শে পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ

রোহিঙ্গাদের ফিরিয়ে নিতে রাজি জান্তা সরকার: পররাষ্ট্রমন্ত্রী

pial
অক্টোবর ২০, ২০২২ ৩:৪৯ অপরাহ্ণ
Link Copied!

ঊষার আলো ডেস্ক : রোহিঙ্গা প্রত্যাবাসনে মিয়ানমারের জান্তা সরকার রাজি হয়েছে বলে জানিয়েছেন, পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন।

আজ বৃহস্পতিবার (২০ অক্টোবর) পররাষ্ট্র মন্ত্রণালয়ে ঢাকায় নিযুক্ত চীনা রাষ্ট্রদূত লি জিমিং-এর সাথে বৈঠক শেষে সাংবাদিকদের এসব কথা জানান পররাষ্ট্রমন্ত্রী।

মন্ত্রী জানান, চীনের রাষ্ট্রদূতের সাথে রোহিঙ্গা ইস্যুতে আলোচনা হয়েছে। রোহিঙ্গাদের মিয়ানমারে প্রত্যাবর্তন নিয়ে চীনের রাষ্ট্রদূত নির্দিষ্টভাবে কোনেও সুখবর দিতে পারেননি।
তবে বলেন, মিয়ানমারের বর্তমান সরকার প্রত্যাবাসনে রাজি। কিন্তু প্রক্রিয়া সম্পর্কে স্বচ্ছ ধারণা দিতে পারেনি, এমনকি নির্দিষ্ট তারিখও বলতে পারেননি চীনের রাষ্ট্রদূত।

ড. মোমেন জানান, রোহিঙ্গাদের ফিরিয়ে নিতে মিয়ানমারের সরকার ওখানকার দলিল চায়, সেটা একটা সমস্যা। অনেকের কাছেই কোনো ডকুমেন্ট নেই। বাংলাদেশ দলিলের জটিলতায় যেতে চায় না, নিতে হলে সবাইকেই নিতে হবে।

তিনি আরও বলেন, বর্ডারের জিরো লাইনে ৫ হাজার রোহিঙ্গা রয়েছে। চীনকে বলা হয়েছে তাদের মিয়ানমারের ভিতরে নিয়ে যাওয়ার উদ্যোগ নিতে।

(ঊষার আলো-এফএসপি)