ঊষার আলো ডেস্ক : এবার রোহিঙ্গা শিবিরের এনজিও’র অ্যাম্বুলেন্স নিয়ে পাচারকালে গ্রেফতার করা হয়েছে ১৪ হাজার ইয়াবার চালানসহ একজন এনজিওকর্মীকে। বৃহস্পতিবার রাত ১১টায় কক্সবাজার-টেকনাফ মহাসড়কের মরিচ্যা বিজিবি চেক পোস্টে বিজিবি সদস্যরা আটক করে ইয়াবা বোঝাই অ্যাম্বুলেন্সটি।
বিজিবি-৩০ ব্যাটালিয়ানের মরিচ্যা চেক পোস্টের কমান্ডার নায়েব সুবেদার মাহমুদুল হাসান রাতে বলেন, এফ এইচ নামের এনজিওর স্ট্রিকার লাগানো অ্যাম্বুলেন্সে পাচার করা হচ্ছিল চালানটি।
অ্যাম্বুলেন্সটি কুতুপালং রোহিঙ্গা শিবির থেকে কক্সবাজার-চট্টগ্রাম মহাসড়কের লিংক রোড স্টেশনে এই চালানটি পৌঁছে দিতে নিয়ে যাওয়া হচ্ছিল। বিজিবি সদস্যরা সেই সাথে অ্যাম্বুলেন্সে থাকা এনজিওকর্মী ইমাম হোসেনকেও গ্রেফতার করেন। আটক ইমাম হোসেনের বাড়ি কক্সবাজার রামু উপজেলার ধোয়া পালং গ্রামে।
(ঊষার আলো-আরএম)