UsharAlo logo
রবিবার, ১৩ই অক্টোবর, ২০২৪ খ্রিস্টাব্দ | ২৮শে আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ

র‌্যাবের অভিযানে ধাঁরালো অস্ত্রসহ ১১টি মামলার পলাতক  আসামী আটক

usharalodesk
মার্চ ১১, ২০২১ ৪:৩৯ অপরাহ্ণ
Link Copied!

ঊষার আলো প্রতিবেদক : বাগেরহাটের মোড়েলগঞ্জ থানা এলাকায় অভিযান চালিয়ে দেশীয় ধারালো অস্ত্রসহ ১১টি মামলার পলাতক  আসামীকে গ্রেফতার করেছে র‌্যাব-৬। র‌্যাব ৬ মিডিয়া সেল সূত্র জানায়, ১০ মার্চ রাত ৮টা ৫০ মিনিটে মোড়েলগঞ্জ থানাধীন সিংজোর সিকদারপাড়া এলাকায় অভিযান পরিচালনা করেন র‌্যাব-৬ খুলনার একটি টিম ।  এসময় ১১টি মামলার পলাতক আসামী মোঃ রাসেল মোল্লা (৩২) গ্রেফতার এড়ানোর জন্য তার কাছে থাকা একটি দেশীয় তৈরী হাসুয়া ও কুড়াল দিয়ে র‌্যাব সদস্যদের উপর আক্রমণের চেষ্টা করেন। একপর্যায়ে আসামিকে সাহসিকতার সাথে অস্ত্রসহ আটক করা হয়। তার বিরুদ্ধে মোড়েলগঞ্জ থানায় ১০টি ও পিরোজপুর জিয়ানগর থানায় একটি মামলা রয়েছে।  এঘটনায় গ্রেফতারকৃত আসামি রাসেলকে বাগেরহাট জেলার মোড়েলগঞ্জ থানায় হস্তান্তর করে অস্ত্র আইনে মামলা দায়ের প্রক্রিয়াধীন রয়েছে।

(ঊষার আলো-আরএম)