UsharAlo logo
সোমবার, ১৪ই জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ | ৩০শে আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ
আজকের সর্বশেষ সবখবর

লকডাউনের পঞ্চম দিন : বেড়েছে ব্যক্তিগত গাড়ি

ঊষার আলো
এপ্রিল ১৮, ২০২১ ১০:১৫ অপরাহ্ণ
Link Copied!

ঊষার আলো ডেস্ক : সরকার ঘোষিত ‘সর্বাত্মক লকডাউনে’র পঞ্চম দিনে এসে রাজধানীতে বেড়েছে যানবাহনের সংখ্যা। ব্যক্তিগত গাড়ির চাপে কোথাও কোথাও সৃষ্টি হয়েছে যানজট। এছাড়া কর্মহীন অনেক দিনমজুর রাস্তায় বের হয়েছেন কাজের সন্ধানে। এতে অনেকটাই ঢিলেঢালা হয়ে পড়েছে ‘সর্বাত্মক লকডাউন’।
রোববার (১৮ এপ্রিল) রাজধানীর বিভিন্ন সড়ক ঘুরে দেখা যায়, সাধারণ কর্মদিবসের মতোই সড়কে চলছে বিভিন্ন ধরনের যানবাহন। শুধু গণপরিবহন ছাড়া ব্যক্তিগত প্রাইভেট কার, মাইক্রোবাস, স্টাফ বাস, রিকশা, জরুরি কাজে ব্যবহৃত সিএনজি, মোটরসাইকেল, পণ্যবাহী ট্রাক, পিকআপসহ সব ধরনের যানবাহন সড়কে চলাচল করতে দেখা গেছে।
শুধু যানবাহন নয় আজ দোকানপাটও আগের চারদিনের তুলনায় বেশি খোলা রয়েছে। কোনো কোনো এলাকায় নিত্যপ্রয়োজনীয় পণ্য বিক্রি করছে না, এমন দোকানও খোলা থাকতে দেখা গেছে।
কাজের সন্ধানে রাস্তায় বের হওয়া কয়েকজন দিনমজুরের সঙ্গে কথা হলে তারা বলেন, বিধিনিষেধের গত চার দিন হাতে থাকা টাকা খরচ হয়েছে ঘরে বসে। এখন ঘরে বসে থাকলে না খেয়ে মরতে হবে, তাই তারা কাজের সন্ধানে বের হয়েছেন।
এদিকে বিধিনিষেধ বাস্তবায়নে পুলিশকে রাস্তায় দেখা গেলেও রয়েছে ঢিলেঢালা ভাব। অনেক সময় রিকশা বা প্রাইভেটকার ও মোটরসাইকেল থামিয়ে বের হওয়ার কারণে জানতে চাওয়া হচ্ছে বিভিন্ন চেকপোস্টে। আবার অনেক চেকপোস্টে পুলিশের কোনো তৎপরতা নেই।

(ঊষার আলো-এমএনএস)