UsharAlo logo
রবিবার, ২০শে এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ | ৭ই বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ
আজকের সর্বশেষ সবখবর

লকডাউনে ‘মুভমেন্ট পাস’ পেতে প্রায় ১৬ কোটি হিট

ঊষার আলো
এপ্রিল ১৫, ২০২১ ৩:৩৬ অপরাহ্ণ
Link Copied!

ঊষার আলো ডেস্ক : করোনাভাইরাস মহামারী প্রতিরোধে সারাদেশে লকডাউন চলছে। এ লকডাউনের মধ্যে চলাচলের জন্য পুলিশের থেকে ‘মুভমেন্ট পাস’ পেতে সংশ্লিষ্ট ওয়েবসাইটে আজ বৃহস্পতিবার (১৫ এপ্রিল) সকাল ৯টা পর্যন্ত ১৫ কোটি ৯৯ লাখ ২২ হাজার ৬৫ বার নক বা হিট করা হয়েছে। অর্থাৎ প্রতি মিনিটে হিট হয়েছে ১৪ হাজার ২৬টি। এ তথ্য পুলিশ সদর দপ্তর সূত্রে জানা যায়।

গত ১৩ এপ্রিল লকডাউন শুরুর আগের দিন সকাল ১১টার সময় মুভমেন্ট পাসের ওয়েবসাইটটি উদ্বোধন করেন পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) বেনজীর আহমেদ। গত ৪৬ ঘণ্টায় ওয়েবসাইটে ঢুকে মুভমেন্ট পাসের জন্য নিবন্ধন করেন ৪ লাখ ৯৭৭ জন। তবে পুলিশ পাস ইস্যু করেছে ৩ লাখ ১৬ হাজার ৮০১টি।

(ঊষার আলো-এফএসপি)