UsharAlo logo
বুধবার, ১লা জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ | ১৭ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ

লক্ষ্মীপুরে শুরু হয়েছে ভিটামিন-এ প্লাস ক্যাম্পেইন

pial
জুন ১৫, ২০২২ ১১:০৭ পূর্বাহ্ণ
Link Copied!

ঊষার আলো ডেক্স : লক্ষ্মীপুরে ভিটামিন-এ প্লাস ক্যাম্পেইনের উদ্বোধন হয়েছে। বুধবার (১৫ জুন) সকালে জেলা সদর হাসপাতালে এই কার্যক্রমের উদ্বোধন করেন জেলা প্রশাসক মো. আনোয়ার হোছাইন আকন্দ।

এবার ক্যাম্পেইনের মাধ্যমে জেলার ৫টি উপজেলায় ১৪৮০টি কেন্দ্রে ২ লাখ ৯৮ হাজার ৪১১ শিশুকে ভিটামিন-এ প্লাস ক্যাপসুল খাওয়ানো হবে বলে জানিয়েছে স্বাস্থ্য বিভাগ।

উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন- সিভিল সার্জন ডা. আহমেদ কবির, উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. নিজাম উদ্দিন, সদর হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার ডা. আনোয়ার হোসেন সহ আরো অনেকে। ক্যাম্পেইন কার্যক্রমে সহায়তা করছেন স্বাস্থ্যকর্মী এবং স্বেচ্ছাসেবী কর্মীরা।

(ঊষার আলো-এসএইস)