ঊষার আলো রিপোর্ট : বঙ্গোপসাগরে অবস্থানরত নিম্নচাপটি দুর্বল হয়ে সুস্পষ্ট লঘুচাপে পরিণত হয়েছে। এতে স্বাভাবিক সময়ের তুলনায় জোয়ারের পানি দুই থেকে তিন ফুট পর্যন্ত বাড়বে বলে জানিয়েছে আবহাওয়া অফিস।বুধবার (১০ আগস্ট) বিষয়টি নিশ্চিত করেছেন বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়াবিদ মো. ওমর ফারুক।
তিনি বলেন, ‘সাগরে নিম্নচাপের ফলে স্বাভাবিকের তুলনায় জোয়ারের পানি বেশি হচ্ছে এবং হবে। গতকালও জোয়ারের পানি বেশি হয়েছিল এবং আজও হওয়ার সম্ভাবনা আছে। বর্তমানে নিম্নচাপটি দুর্বল হয়ে সুস্পষ্ট লঘুচাপে পারিণত হয়েছে। এরপর এটি আরও দুর্বল হয়ে শেষ হয়ে যাবে।’আগামী ২৪ ঘণ্টার আবহাওয়ার পূর্বাভাস সম্পর্কে তিনি বলেন, সারাদেশের তাপমাত্রা কমবে।
গতকাল থেকেই তাপপ্রবাহ উঠে গেছে। আগামী কয়েকদিন তাপমাত্রা কমে উপকূলীয় অঞ্চলে বৃষ্টিপাত বাড়বে।তিনি বলেন, ‘সাগরে নিম্নচাপের ফলে খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগে বেশি বৃষ্টিপাত হবে। আর অন্যান্য বিভাগের কিছু কিছু জায়গায় বৃষ্টি হবে। বিশেষ করে দেশের দক্ষিণাঞ্চলে বৃষ্টিপাতের প্রবণতা অব্যাহত থাকতে পারে এবং দিন ও রাতের তাপমাত্রা সামান্য কমবে।
ঊষার আলো-এসএ