UsharAlo logo
মঙ্গলবার, ১৫ই জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ | ৩১শে আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ
আজকের সর্বশেষ সবখবর

লালবাগে মাসহ পরিবারের ৫ সদস্যকে এসিডে ঝলসে দিল যুবক

ঊষার আলো
এপ্রিল ২০, ২০২১ ২:০৫ অপরাহ্ণ
Link Copied!

ঊষার আলো রিপোর্ট : রাজধানীর লালবাগে মাসহ পরিবারের ৫ সদস্যকে এসিডে ঝলসে দিয়েছে আলী হোসেন নামের ১ যুবক। সকলের শরীরে এসিড নিক্ষেপের পর নিজের শরীরেও এসিড ঢালেন তিনি।
লালবাগের কাশ্মিরীটোলা এলাকার একটি বাসায় আজ ২০ এপ্রিল মঙ্গলবার ভোর ৬টার দিকে এ ঘটনা ঘটেছে।
দগ্ধরা হলেন- আলী হোসেনের মা মোমেনা বেগম, বোন জামিলা আক্তার, ২ ভাই আনোয়ার হোসেন, ইকবাল হোসেন ও ভাগিনা সালেহীন (২০)। তাদের শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসা দেওয়া হচ্ছে।
ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের পুলিশ ক্যাম্পের (ইনচার্জ) পরিদর্শক মো. বাচ্চু মিয়া বিষয়টি নিশ্চিত করে বলেছেন, লালবাগ এলাকায় এমন একটা ঘটনা ঘটেছে। মাদকাসক্ত আলী হোসেনের মানসিক সমস্যা রয়েছে। তিনি একটি ব্যাটারি কারখানায় কাজ করে।
তিনি আরও বলেন, মঙ্গলবার ভোরে পরিবারের সঙ্গে ঝগড়া লাগে আলী হোসেনের। এক পর্যায়ে তিনি ব্যাটারিতে ব্যবহৃত এসিডের পানি তার মাসহ পরিবারের ৫জনের শরীরে ছুঁড়ে মারে। এতে তারা দগ্ধ হন। এরপর আলী হোসেন তার নিজের শরীরেও এসিড ঢেলে দেন।

(ঊষার আলো- এম.এইচ)