UsharAlo logo
বুধবার, ৮ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ | ২৪শে পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ

লাল কার্ডে রেকর্ড গড়লেন নেইমার!

pial
ডিসেম্বর ২৯, ২০২২ ২:৪০ অপরাহ্ণ
Link Copied!

ঊষার আলো ডেস্ক : পিএসজির হয়ে পঞ্চম বারের মতো লাল কার্ড দেখলেন নেইমার। আর তাতে এক লজ্জার রেকর্ড গড়েছেন নেইমার।

২০১৭-১৮ মৌসুমে নেইমার যোগ দেওয়ার পর ফরাসি লিগে আর কোনও খেলোয়াড় এত বেশি লাল কার্ড দেখেননি।

বার্সেলোনা থেকে ২২ কোটি ২০ লাখ ইউরোয় পিএসজিতে এসেই ২০১৭ সালের অক্টোবরে অলিম্পিক মার্শেইয়ের বিপক্ষে প্রথম লাল কার্ডটি দেখেন নেইমার।
সেবারও দুটি হলুদ কার্ডের সমন্বয়ে লাল কার্ড পেয়েছিলেন এই ব্রাজিলিয়ান তারকা।

আর দ্বিতীয়বার নেইমার লাল কার্ড দেখেন ২০২০ সালের ফেব্রুয়ারিতে। বোর্দোর বিপক্ষে ছিল তার সেই লাল কার্ড। একই বছরের সেপ্টেম্বরে মার্শেইয়ের বিপক্ষে তৃতীয়টি, এবং ২০২০-২১ মৌসুমের শেষ দিকে লিলের বিপক্ষে চতুর্থ লাল কার্ডটি দেখেন নেইমার।

(ঊষার আলো-এফএসপি)