UsharAlo logo
শনিবার, ১০ই মে, ২০২৫ খ্রিস্টাব্দ | ২৭শে বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ
আজকের সর্বশেষ সবখবর

লা লিগায় ফেব্রুয়ারি মাসের সেরা খেলোয়াড় নির্বাচিত হয়েছে মেসি

ঊষার আলো
মার্চ ৬, ২০২১ ২:৪৮ অপরাহ্ণ
Link Copied!

ঊষার আলো ডেস্ক : লা লিগায় চলতি মৌসুমে প্রথমবারের মতো ‘মাসের সেরা’ খেলোয়াড় নির্বাচিত হয়েছেন বার্সেলোনার আর্জেন্টাইন তারকা লিওনেল মেসি। গত ফেব্রুয়ারি মাসে লা লিগায় দুর্দান্ত পারফরম্যান্সের কারণে এই স্বীকৃতি পেলেছেন বার্সা দলপতি।
ফেব্রুয়ারি মাসে লা লিগায় ৭ গোল করেছে মেসি, যা জানুয়ারির চেয়ে ২ গোল বেশি। গত মাসে লা লিগায় মেসির চেয়ে বেশি গোল আর কেউ করতে পারেনি। দ্বিতীয় স্থানে থাকা রিয়াল সোসিয়েদাদের অ্যালেকজান্ডার আইসাক একমাত্র খেলোয়াড় যিনি ৪ গোলের বেশি করেছেন।
মেসির দুর্দান্ত ফর্ম থাকায় গত ৫ ম্যাচের ৪ টিতেই জিতেছে কাতালানরা। সবগুলো ম্যাচেই কমপক্ষে একটি করে গোল করেছে মেসি।
মেসির ফর্মের পাশাপাশি শিরোপার লড়াইয়ে আগের চেয়ে ভালো অবস্থানে রয়েছেন বার্সা। শীর্ষে থাকা অ্যাতলেতিকো মাদ্রিদের চেয়ে মাত্র ৫ পয়েন্ট পিছিয়ে আছে রোনাল্ড কোম্যানের দল। দিয়েগো সিমিওনের দল ১ ম্যাচ কম খেললেও পরের ম্যাচেই তাদের ডার্বি ম্যাচে রিয়াল মাদ্রিদের মুখোমুখি হতে হবে।