ক্রীড়া ডেস্ক : ০, ০, ২, ৪, ০-চলতি বছর লিটন দাসের ওয়ানডে ইনিংস এগুলো। ব্যাট হাতে ধারাবাহিক ব্যর্থ লিটন। চলতি বছরের তৃতীয়বার ডাক মেরে রেকর্ডে নাম লিখেলেন এই তারকা ব্যাটসম্যান। চলতি বছর ৫ ওয়ানডে খেলে ৩টিতেই কোনো রান করতে পারেননি লিটন। চলতি বছর ওয়ানডেতে তার রান ৬। সবমিলিয়ে ওয়ানডেতে লিটনের ডাকের সংখ্যা এখন ১৫টি।
ডাক মারার ক্ষেত্রে মাশরাফি, আশরাফুল ও মোহাম্মদ রফিককে ছুঁয়ে ফেলেছেন লিটন। সবচেয়ে কম ম্যাচ খেলেই তাদের এই ডাকের সংখ্যা ছুঁয়ে ফেলেছেন লিটন। বাকিদের যেখানে ১০০টির বেশি ওয়ানডে খেলতে হয়েছে সেখানে লিটন ৯৩ ইনিংসে এটি করেছেন।
এ তালিকায় বাংলাদেশের সবচেয়ে ওপরে তামিম ইকবালের নাম। ২৪০ ইনিংসে রেকর্ড ১৯টি ডাক মেরেছেন তামিম। পরের অবস্থান হাবিবুল বাশারের। ১০৫ ইনিংসে এই ব্যাটারের ডাক সংখ্যা ১৮টি। তাদের রেকর্ডই এখন ছাড়িয়ে যাওয়ার পথে লিটন।
লিটনের সাম্প্রতিক বাজে পারফরম্যান্স নিয়ে বিসিবি পরিচালক নাজমুল আবেদীন ফাহিম বলেছেন, এটা খুব দুঃখজনক হবে যদি ওর কাছ থেকে আমরা সেরাটা বের করে না আসতে পারি। তবে এই মুহূর্তে তার খেলা নিয়ে সবাই নিশ্চিতভাবে হতাশ। তবে হাল ছেড়ে দিলে হবে না, ওর পাশে থাকা দরকার। আশা করব দ্রুত ফর্মে ফিরবে।
বোরাববা সিলেটে গণমাধ্যমের মুখোমুখি হয়ে ফাহিম আরও বলেন, এটা খুব হতাশার বলব যে, লিটন কুমার দাস তিন নম্বরে খুব গুরুত্বপূর্ণ একটা জায়গায় খেলছে। ওই জায়গাটাতে ওর স্বাভাবিক ক্রিকেটটা খেলতে পারলে দল বোধহয় বেশি উপকৃত হতো। ওপর থেকে জুটি হতে পারত, আমি বলছি না যে প্রত্যেকটা ম্যাচে রান করতে হবে। যেভাবে আউট হচ্ছে বা যেভাবে রেসপন্স করছে প্রত্যেকটা ম্যাচে কিছু সমস্যা তার হচ্ছে।
বিসিবি পরিচালক আরও বললেন, স্লিপে বল যাচ্ছে, অফ স্ট্যাম্পে বিট হচ্ছে। আমি সিউর ওখানে যারা কোচ আছেন তারা এই বিষয়টা দেখছেন, এটা নিয়ে কাজও করবেন। কারণ ও খুব গুরুত্বপূর্ণ খেলোয়াড় আমাদের জন্য সব ফরম্যাট খেলছে। এবং সে মাঝেমধ্যে অন্যরকম ক্রিকেট খেলেছে আমরা সবাই দেখেছি।
ঊষার আলো-এসএ