UsharAlo logo
শনিবার, ১১ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ | ২৭শে পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ

শরণখোলায় প্রধানমন্ত্রীর উপহারের কম্বল পেলেন ৩ শতাধিক শীতার্ত মানুষ

usharalodesk
জানুয়ারি ৬, ২০২৩ ৭:৫৯ অপরাহ্ণ
Link Copied!

বাগেরহাট প্রতিনিধি : প্রধানমন্ত্রীর উপহারের কম্বল পেলেন শরণখোলার রায়েন্দা ইউনিয়নের হতদরিদ্র তিন শতাধিক শীতার্ত মানুষ। শুক্রবার (৬জানুয়ারি) সকালে উপজেলা সদরের রায়েন্দা সরকারি পাইলট হাইস্কুল মাঠে বীর মুক্তিযোদ্ধা মেজর জিয়াউদ্দিন (অব.) মঞ্চ থেকে আনুষ্ঠানিকভাবে এই কম্বল বিতরণ করা হয়।

রায়েন্দা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি আজমল হোসেন মুক্তার সভাপতিত্বে অনুষ্ঠিত কম্বল বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন শরণখোলা উপজেলা নির্বাহী অফিসার মো. নূর-ই আলম সিদ্দিকী।

বিশেষ অতিথি ছিলেন থানার অফিসার ইনচার্জ মো. ইকরাম হোসেন, মুক্তিযোদ্ধা সংসদের ডেপুটি কমান্ডার হেমায়েত উদ্দিন বাদশা, সহকারী কমান্ডার আবু জাফর জব্বার, শরণখোলা প্রেসক্লাবের, প্রতিষ্ঠাতা সভাপতি শেখ মোহাম্মদ আলী, সাবেক সভাপতি বাবুল দাস সাধারণ সম্পাদক মহিদুল ইসলাম ও রায়েন্দা বাজার কমিটির সাধারণ সম্পাদক মনিরুজ্জামান বাবুল তালুকদার।

রায়েন্দা ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান জালাল আহম্মেদ রুমির সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তৃতা করেন ইউপি সদস্য সরোয়ার হোসেন তালুকদার, খায়রুল ইসলাম শরীফ প্রমূখ।