UsharAlo logo
মঙ্গলবার, ১৫ই জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ | ৩১শে আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ
আজকের সর্বশেষ সবখবর

শরণখোলায় র‌্যাবের অভিযানে হরিণের চামড়াসহ আটক ৪

ঊষার আলো
জুলাই ৩, ২০২১ ৫:৪৭ অপরাহ্ণ
Link Copied!

ঊষার আলো প্রতিবেদক : বাগেরহাটের শরণখেলায় অভিযান চালিয়ে ২টি হরিণের চামড়াসহ ৪ জনকে গ্রেফতার করেছে র‌্যাব-৬। শুক্রবার দিবাগত রাত ৩টা ৪০মিনিটে র‌্যাব-৬, (সদর কোম্পানী) খুলনার একটি আভিযানিক দল জানতে পারে, শরণখোলা টু সোনাতলা বেরিবাধ কাঁচা রাস্তার উপর অবৈধভাবে হরিণের চামড়া ক্রয়-বিক্রয়ের উদেশ্যে অবস্থান করছে।

এই সংবাদের সত্যতা যাচাই ও আইনগত ব্যবস্থা গ্রহনের উদ্দেশ্যে সেখানে জনৈক মোশারফ ফকিরের বসত বাড়ীর সামনে অভিযান চালানো হয়। এ সময় আটক ৪ আসামীর দখল হতে ২টি হরিণের চামড়া উদ্ধার করা হয়। গ্রেফতারকৃতরা হলেন, শরণখোলা থানাধীন সোনাতলা গ্রামের জাকির মল্লিক(৪৫) ও তার ছেলে মোঃ ওমর সানী মল্লিক(১৯), দক্ষিণরাজাপুর গ্রামের নুরুল হকের ছেলে মাসুম ফরাজী(৩০), একই গ্রামের আমির পহলানের ছেলে মোঃ হাজিফুর পহলান(৩৫)। আটক আসামীদের বিরুদ্ধে শরণখোলা থানায় ১৯২৭ সালের বন আইন (সংশোধিত ২০০০) এবং বণ্য প্রাণী (সংরক্ষণ ও নিরাপত্তা) আইন ২০১২ মামলা রুজু প্রক্রিয়াধীন।

(ঊষার আলো-আরএম)