UsharAlo logo
বৃহস্পতিবার, ১৬ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ | ২রা মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ
আজকের সর্বশেষ সবখবর

শরীয়তপুরের ৫০ গ্রামের মানুষের তারাবির নামাজ আদায়

ঊষার আলো
এপ্রিল ১২, ২০২১ ১১:১০ অপরাহ্ণ
Link Copied!

ঊষার আলো ডেস্ক : সৌদি আরবসহ মধ্যপ্রাচ্যের দেশগুলোর সাথে মিল রেখে মঙ্গলবার (১৩ এপ্রিল) থেকে শরীয়তপুরে ৫০ গ্রামের অন্তত অর্ধলক্ষাধিক মানুষ রমজানের রোজা রাখা শুরু করবেন। তাই এসব গ্রামের ধর্মপ্রাণ মুসলমানরা সোমবার (১২ এপ্রিল) এশা’র নামাজ শেষ করে তারাবির ২০ রাকাত বিশেষ নামাজ আদায় করেন।
সোমবার (১২ এপ্রিল) রাতে নামাজ শেষে বিষয়টি নিশ্চিত করেছেন সুরেশ্বর দরবার শরিফের পীর সৈয়দ তৌহিদুল হোসাইন শাহীন নূরী।
তিনি জানান, আজ সৌদি আরবসহ মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে রমজান মাসের চাঁদ দেখা যাওয়ায় মঙ্গলবার (১৩ এপ্রিল) সৌদি আরবসহ মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশের মানুষ রোজা রাখবেন। তাই মধ্যপ্রাচ্যের সঙ্গে মিল রেখে শরীয়তপুরের নড়িয়া উপজেলার সুরেশ্বর দরবার শরিফের প্রতিষ্ঠাতা হযরত জান শরীফ শাহ সুরেশ্বরীর (রা:) অনুসারীরা মঙ্গলবার থেকে রোজা রাখবেন। তাই শরীয়তপুরের ছয়টি উপজেলার ৫০টি গ্রামের অর্ধলক্ষাধিক ধর্মপ্রাণ মুসলমান উৎসাহ উদ্দীপনা ও ধর্মীয় অনুযায়ী মঙ্গলবার রোজা রাখার প্রস্তুতি হিসেবে আজ তারাবির নামাজ আদায় করেছে।
করোনাভাইরাসের কারণে সরকারি নির্দেশনা মেনে তারাবির নামাজ ঘরে বসে পড়ার জন্য আহ্বান জানিয়েছেন সুরেশ্বর দরবার শরীফের পীর।

(ঊষার আলো-এমএনএস)