UsharAlo logo
মঙ্গলবার, ১৫ই জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ | ৩১শে আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ
আজকের সর্বশেষ সবখবর

শহিদ আবু সাঈদের হত্যাকারীদের ফাঁসি চাইলেন বাবা-মা

ঊষার আলো রিপোর্ট
জানুয়ারি ২০, ২০২৫ ১২:২২ অপরাহ্ণ
Link Copied!

পীরগঞ্জে শহিদ আবু সাঈদের কবর জিয়ারত করেছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের তদন্ত সংস্থার তদন্তকারী প্রতিনিধি দল।

রোববার জিয়ারত শেষে দলটি পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলার সময় শহিদ আবু সাঈদের মা মনোয়ারা বেগম, বাবা মকবুল হোসেন, ভাই রমজান আলী এবং শহিদ আবু সাঈদ ফাউন্ডেশনের সাংগঠনিক সম্পাদক রুহুল আমিন, আবু সাঈদের হত্যাকারীদের সর্বোচ্চ শাস্তি ফাঁসির দাবি জানান।

এ সময় দলটি আবু সাঈদের হত্যার ঘটনা বর্ণনা রেকর্ড করেন। জুলাই গণ-অভ্যুত্থান সংঘটিত হত্যা, গণহত্যা, লুণ্ঠন ও অগ্নিসংযোগসহ মানবতাবিরোধী অপরাধের ঘটনাস্থল পরিদর্শন, তদন্ত এবং সাক্ষীদের সঙ্গে মতবিনিময়ের ৬ দিনের উত্তরাঞ্চল সফরের প্রথম দিনেই পীরগঞ্জে আসেন। দুপুরে উপজেলার বাবনপুর গ্রামে প্রতিনিধি দলের প্রধান তদন্তকারী কর্মকর্তা উপ-পরিচালক আলমগীরের সঙ্গে প্রসিকিউটর এসএম মইনুল করিম ও প্রসিকিউটর তানভীর হাসান জোহাসহ ১০ সদস্য ছিলেন। এ সময় পীরগঞ্জ থানার ওসি এমএ ফারুকসহ  স্থানীয় ব্যক্তিবর্গরাও উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, আন্তর্জাতিক অপরাধ ট্রাইবু্যনালের তদন্ত সংস্থার দলটি ১৯ জানুয়ারি থেকে ২৪ জানুয়ারি পর্যন্ত রংপুর, রাজশাহী ও নাটোর জেলায় গণ-অভ্যুত্থানে সংঘটিত অপরাধগুলোর ঘটনাস্থল পরিদর্শন, তদন্ত এবং সাক্ষীদের সঙ্গে মতবিনিময় করবেন।

ঊষার আলো-এসএ