UsharAlo logo
বৃহস্পতিবার, ৮ই মে, ২০২৫ খ্রিস্টাব্দ | ২৫শে বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ

শহীদ মিনারের পর শাহবাগ অবরোধ বিডিআর সদস্যের স্বজনদের

ঊষার আলো
জানুয়ারি ৯, ২০২৫ ৩:২০ অপরাহ্ণ
Link Copied!

ঊষার আলো রিপোর্ট :  রাজধানীর শাহবাগ থানার সামনে পুলিশের ব্যারিকেড ভেঙে সাবেক বিডিআর সদস্য এবং নিহত বিডিআর সদস্যদের পরিবারের স্বজনরা শাহবাগ মোড় অবরোধ করেছেন। এর আগে সকাল থেকে তারা শহীদ মিনারে অবস্থান করে বিক্ষোভ করেন।

তাদের দাবির মধ্যে রয়েছে, পিলখানা হত্যাকাণ্ডের জেলবন্দিদের মুক্তি, মিথ্যা মামলা বাতিল, চাকরিচ্যুতদের চাকুরিতে পুনঃবহাল করতে হবে।

তাদের দাবি, বিগত সরকারের ‘নীল নকশা’য় পরিকল্পিতভাবে বিডিআর সদস্যদের ফাঁসানো হয়েছে।একই সাথে তারা পিলখানা হত্যা মামলায় পুনঃতদন্তের দাবি জানিয়েছেন।

এছাড়াও ক্ষতিপূরণ দাবি এবং ২৫ ফেব্রুয়ারি সেনা হত্যা দিবস হিসেবে পালনের দাবিও জানান তারা।

অবস্থান কর্মসূচিতে বক্তারা বলেন, দীর্ঘ ১৬ বছর ধরে তারা মানবেতর জীবনযাপন করছেন। চারপাশের মানুষজনের কাছে তারা নিগৃহীত হয়েছেন।

তাদের দাবি না মানা পর্যন্ত অবস্থান কর্মসূচি চলমান থাকবে বলেও জানান তিনি।

ঊষার আলো-এসএ